
নয়াদিল্লি : এবারে বর্ষা তাড়াতাড়ি আসছে ভারতের (india) মূল ভূখণ্ডে (main land)। গরমের (hot weather) মধ্যে স্বস্তির (discomfort) আভাস মিলেছিল। এত স্বস্তি সহ্য হয়নি প্রকৃতির। ইয়াস (yaas) এল এবং বর্ষা (monsoon) কেরলে (kerala) ঢোকার পথকে দেরি করিয়ে দিয়েছে। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর।
ঠিকঠাক থাকলে গতকাল অর্থাৎ ৩১ মে বর্ষার আসার কথা ছিল কেরলে। তা তো হয়েইনি। স্বাভাবিক সময় পয়লা জুন। সেটাও হল না। বর্ষা পিছিয়ে গেল আরও দুই দিন। ৩ মে বর্ষা আসতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। অথচ দিন চারেক আগেও পরিস্থিতি এমনটা ছিল না। মৌসম ভবন জানিয়েছিলেন, ৩১ মে কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়বে। সে সব কিচ্ছু হয়নি। সব হিসেব ঘেঁটে দিয়ে গিয়েছে ইয়াস। এমনিতেই আবহাওয়াবিদরা বলেন ৩১ থেকে কম বেশি তিন দিন। সেটা ধরলে বেশির দিকে ঢলেছে বর্ষার আগমনকাল।
অথচ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে এমনটা হয়নি। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সেখানে আগেভাগেই ঢুকে পড়ে। ২১ মে সেখানে পা রাখে বর্ষা। তারপর ওডিশা ও বাংলা উপকূলে এল ইয়াস। সে পাড়ি দিল ঝাড়খণ্ড বরাবর এবং বর্ষার গাড়ির চাকাকে লেট করিয়ে দিয়ে গেল। আবহবিদদের ব্যাখ্যা, ‘ইয়াস আন্দামান সাগর থেকে উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে যায়। এর জন্যই বর্ষার আসায় দেরি হয়ে গিয়েছে। মৌসুমী বায়ু ধীরে ধীরে শক্তিশালী হয়। কখনও তা শক্তি হারিয়ে ফেলে আবার গতি পায়। ইয়াস সৃষ্টির সময় যে গতি মিলেছিল তার হাত ধরে সাত তাড়াতাড়ি আন্দামানে ঢোকে বর্ষা। তারপর উত্তর-পশ্চিম দিকে গিয়ে দুর্বল হয় ইয়াস। ফলে কেরালার কাছে মৌসুমী বায়ু বাতাসের প্রবাহ শক্তি পায়নি।’ তাঁরা এও বলছেন বাংলাদেশের দিকে ইয়াস গেলে এমনটা হত না। তা এখন হয়নি, ফল বর্ষার দেরি হয়ে যাওয়া।
এদিকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে প্রাক বর্ষার (pre monsson) বৃষ্টি (rain)। তবে একে ঠেলে নিয়ে এসেছে বিহার (Bihar) ও উত্তরবঙ্গের (North bengal) উপর তৈরি ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরের শক্তিশালী দক্ষিণ পশ্চিমী বাতাস (South Westerly wind)। এর জেরে সোমবারের মতো মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সোমবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। এর জেরে স্বাভাবিক রয়েছে কলকাতার সকালের তাপমাত্রা। গতকাল যেমন সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছিল আজ বৃষ্টি কম হলে বা সারাদিন মেঘলা আকাশ থাকল অথচ বৃষ্টি হল না এমন পরিস্থিতি হলে বেলার তাপমাত্রা বাড়বে। তবে তা স্বাভাবিকের থেকে আজ কমই থাকবে। আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে আট ডিগ্রি কম ছিল। আজ তা বেড়ে ৩৩ ডিগ্রিতে উঠে আসতে পারে।
শহরে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয় ৩.১ মিলিমিটার। আজ সকাল পর্যন্ত বৃষ্টির পরিমাণ ২.৬ মিলিমিটার। তবে বৃষ্টির আবহ থাকলেও একটা গুমোট আবহাওয়া থাকছে। বৃষ্টির জেরে যে একদম স্বস্তিদায়ক আবহাওয়া শহরে বিরাজ করছে এমনটা নয়। কারণ আপেক্ষিক আর্দ্রতা যা আজ রয়েছে সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৮৪ শতাংশ, অর্থাৎ হু হু করে ঢুকছে সাগরের আর্দ্র হাওয়া। ফল বৃষ্টির সঙ্গে অস্বস্তিও।
The post ভিলেন ইয়াস, ভারতে লেট বর্ষার ট্রেন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34zPxD7
No comments:
Post a Comment