
লন্ডন: মজার দুনিয়ায় জীবনে চলার পথে আমাদের সঙ্গে কত না ঘটনা ঘটে। কোনওটা সাময়িক আবার কোনওটা মনে দাগ কেটে যায়। আবার এমন কিছু ঘটনা আছে যা মনে পড়লে নিজের অজান্তেই হাসি ফুটে ওঠে মুখে। সম্প্রতি তেমনই একটি অবাক করা হাসির ঘটনা ঘটেছে লন্ডনের এক দম্পতির (London Couple) সঙ্গে। পুরো বিষয়টি শুনলে আপনিও হাসতে বাধ্য।
তাহলে জানা যাক ঠিক কী হয়েছিল লন্ডনবাসী ওই দম্পতির…
আমাদের সবারই বাড়িতে কমবেশি আগন্তুকের আগমণ ঘটে। তবে নাতাশা প্রয়াগের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। আগন্তুক বাড়িতে এসে সোজা ওয়াশিং মেশিনের (Fox in Washing machines) ভিতরে গিয়ে বসে পড়েছেন। ওয়াশিং মেশিনের ভিতরে আগন্তুক! বিষয়টি ভাবতেই খটমট লাগলোও এটাই কিন্তু সত্যি। তবে এ যে সে অতিথি নয়, খোদ শেয়াল মামা এসে বসেছেন ওয়াশিং মেশিনের ভিতরে।
ওয়াশিং মেশিনের ভিতরে বসা শেয়াল পন্ডিতের ছবি টুইটারে পোস্ট করে নাতাশা (Natasha Prayag) জানিয়েছেন, যেকোনও প্রাণীই সুরক্ষিত থাকার জন্য নিরাপদ আশ্রয় খোঁজেন। এক্ষেত্রে অবলা এই শেয়াল লুকানোর জন্য হয়ত কোনও নিরাপদ স্থান খুঁজছিল। সেক্ষেত্রে ওয়াশিং মেশিনটি তার থাকার জন্য উপযুক্ত মনে হয়েছে।
নাতাশা আরও জানিয়েছেন, তিনি ও তাঁর বন্ধু অ্যাডাম বাইরে থেকে এসে গাড়িতে থাকা মালপত্র বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় দরজা খোলা থাকায় কোনও ভাবে তাঁদের অলক্ষ্যে শেয়ালটি ঘরে এসে ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকে পড়ে।
আর নাতাশার শেয়ার করা এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মজার মজার কমেন্ট আসতে শুরু করে নেটিজেনদের থেকে। মুহুর্তের মধ্যেই ব্যাপক ভাইরাল হয়ে যায় ছবিটি।
নাতাশা আরও জানিয়েছেন, এটি আসলে সত্যিই শিয়াল কিনা তা দেখতে তাঁরা দুজনেই সাবধানে রান্নাঘরে উঁকি দিয়েছিলেন কিন্তু শিয়ালকে খুঁজে পাননি। এমনকি জানালাগুলির কাছাকাছি গেলেও সেখানে কিছু পাওয়া যায়নি। তবে যখন তাঁরা পিছন ফিরে আসছিল তখন ওয়াশিং মেশিনের ভিতরে একটি ছোট্ট কান দেখতে পান। তারপরই ভেদ হয় আসল রহস্যের।
এরপর শেয়ালটিকে বাইরে বের করতে তাঁদের কিছুটা সময় লাগলেও তবে শেষ পর্যন্ত তিনি চত্বর ছেড়ে চলে যান বলে জানিয়েছেন নাতাশা। তাহলে এবার ভাবুন আপনার বাড়িতে এভাবে আগন্তুক আসলে কী করবেন আপনি?
The post ওয়াশিং মেশিনের ভিতরে নিরাপদ আশ্রয়ে আগন্তুক, অতঃপর… appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3vCcce0
No comments:
Post a Comment