
নয়াদিল্লি: দেশে ক্রমশই কমছে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা রয়েছে ২ লক্ষের নিচেই। এদিন তা দেড় লক্ষেরও নিচে নেমে এসেছে। মঙ্গলবারের রিপোর্ট অনুসারে দৈনিক আক্রান্তের সংখ্যা গত ৫৪ দিনের মধ্যে সবচেয়ে কম। পাল্লা দিয়ে কমেছে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্য়াও। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এই খবর জানা গিয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৭ হাজার ৫১০ জন। মার্চ মাস থেকে যেভাবে ক্রমাগত আক্রান্তের সংখ্যা বাড়ছিল তা সম্প্রতি কমতে শুরু করে। কিন্তু মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী গত ৫৪ দিনে দেশে দৈনিক আক্রান্তের সংখ্য়া হিসাব করলে এই সংখ্যা সবচেয়ে কম। সোমবারের তুলনাতেও এদিন আক্রান্তের সংখ্যা দেশে কমেছে। সোমবার আক্রান্ত হয়েছিলেন ১ লক্ষ ৫২ হাজার ৭৩৪ জন। পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। সোমবারের চেয়ে মৃত্যুর সংখ্যাও এদিন অনেকটাই কম। সোমবার যেখানে ৩ হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছিল সেখানে মঙ্গলবারের হিসাব বলছে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৯৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ লক্ষ ৫৫ হাজার ২৮৭ জন।
এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮১ লক্ষ ৭৫ হাজার ৪৪ জন। দৈনিক আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যাও অনেকটাই কমেছে। মঙ্গলবার দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১৮ লক্ষ ৯৫ হাজার ৫২০ জন। এই গ্রাফও নিম্নমুখী। এখনও পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৫৯ লক্ষ ৪৭ হাজার ৬২৯ জন। দেশের করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৩১ হাজার ৮৯৫ জনের। মোট ২১ কোটি ৬০ লক্ষ ৪৬ হাজার ৬৩৮ জনকে এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, দেশে করোনার সেকেন্ড ওয়েভ শেষের পথে। এই পরিসংখ্য়ান যেন তারই প্রতিফলন।
The post ৫৪ দিনে সর্বনিম্ন সংক্রমণ, করোনার জয়ের আশায় বুক বাঁধছে দেশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3c6Uurs
No comments:
Post a Comment