
৪ই মে এর পর থেকে আজ জুন মাসের ১ তারিখ নিয়ে মোট ১৬ বার দাম বাড়লো জ্বালানির। যার ফলে স্বাভাবিক ভাবেই আরো একবার নাভিশ্বাস উঠলো দেশের সাধারণ নাগরিকদের। দেশজুড়ে জ্বালানির দাম কমার কোন লক্ষণ নেই উল্টে দিনের পর দিন বেড়েই চলেছে।
আজ সোমবার মাসের পয়লা তারিখেই পেট্রোলের দাম বেড়েছে লিটার পিছু ২৯ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু ২৫ পয়সা। যার ফলে আজ কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হল লিটার পিছু ৯৪.২৫ পয়সা। অন্যদিকে, এক লিটার ডিজেলের দাম ৮৭.৭৪ পয়সা। এসবের বাইরেও মুম্বাই, দিল্লির মতো মহানগরীতে বেশ ঊর্ধমুখী জ্বালানির দাম।
Price of petrol & diesel in #Delhi at Rs 94.23 per litre and Rs 85.15 respectively.
Petrol & diesel prices per litre – Rs 100.47 & Rs 92.45 in #Mumbai, Rs 102.34 & Rs 93.37 in #Bhopal and Rs 94.25 & Rs 87.74 in #Kolkata pic.twitter.com/XKiVykFBJT
— ANI (@ANI) May 31, 2021
করোনা অতিমারীর জেরে ঘন ঘন লকডাউনের ফলে নাজেহাল দেশবাসী আর ঠিক সেখানেই এভাবে জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে দাম বাড়ছে বাজারেও। আর তাতে কার্যত অতিষ্ঠ হয়ে উঠছে সাধারণ মানুষ।
The post আজ ফের বাড়লো পেট্রোল, ডিজেলের দাম! অস্বস্তিতে দেশবাসী appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/3yPGDzu
No comments:
Post a Comment