
কলকাতা: মুখ্যসচিব (Chief Secretery) আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Banerjee) বদলি (Transfer)-নির্দেশ (Order) নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত জারি। আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । মুখ্যসচিবের আচমকা বদলি-নির্দেশে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। চিঠিতে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করেই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকার একতরফাভাবে এই নির্দেশ জারি করে অসাংবিধানিক কাজ করেছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের করোনা (Corona) পরিস্থিতি মোকাবিলায় মুখ্যসচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে বিশেষভাবে প্রয়োজন। রাজ্য সরকার আলাপন বন্দ্যোপাধ্যায়কে আরও ৩ মাস মুখ্যসচিব হিসেবে পেতে চায়। রাজ্যবাসীর স্বার্থে তাঁকে বদলির নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রের নির্দেশ মানলে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ৩১ মে, অর্থাৎ আজ সকাল ১০টার মধ্যে দিল্লিতে (Delhi) নর্থ ব্লকে রিপোর্ট করতে বলা হয়েছিল। যদিও আলাপন বন্দ্যোপাধ্যায় দিল্লি যাননি। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, আজ নবান্নেই (Nabanna) যাবেন মুখ্যসচিব। দিন কয়েক আগেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরি জীবনের মেয়াদ আরও ৩ মাস বাড়ানোর অনুমতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার।
রাজ্য সরকারের আবেদন মেনেই এই অনুমতি দিয়েছিল কেন্দ্র। রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন এই আইএএস (Ias) অফিসার। তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে রাজ্য সরকার। এই অবস্থায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে রাজি নয় কেন্দ্র। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সেকথা সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, দিন কয়েক আগেই পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Pm Narendra Modi) সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ওই দিন রাতেই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে বদলির নির্দেশ পাঠানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে। আইএএস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের কাজে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
The post আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি-নির্দেশ প্রত্যাহারের দাবি, মোদীকে চিঠি মমতার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3c5purv
No comments:
Post a Comment