মোদীর বৈঠক বয়কটের ইঙ্গিত মমতা তাঁকে আগেই দিয়েছিলেন, দাবি ধনকড়ের - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, June 1, 2021

মোদীর বৈঠক বয়কটের ইঙ্গিত মমতা তাঁকে আগেই দিয়েছিলেন, দাবি ধনকড়ের

dhankar-mamta

স্টাফ রিপোর্টার, কলকাতা: ইয়াস নিয়ে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) ডাকা বৈঠকে হাজির থাকবেন না এমন ইঙ্গিত তাঁকে আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার ট্যুইট করে এই দাবি করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)।

 জগদীপ ধনকড় লেখেন, ঘটনার ভুল বর্ণনা দেওয়া হচ্ছে। আমি জানাতে চাই, ২৭ মে রাত ১১টা ১৬ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে একটি মেসেজ করেন। তিনি লেখেন, ‘আপনার সঙ্গে কথা বলতে পারি? খুব জরুরি’। তারপরই উনি আমায় ফোন করে ইঙ্গিত দেন, শুভেন্দু অধিকারী থাকলে তিনি ও তাঁর সরকারি প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠক বয়কট করবেন। টুইটের ‌শেষে ধনকড় লেখেন, ‘অহং জিতল, হেরে গেল নাগরিক পরিষেবা’।

প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে সোমবার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, কলাইকুন্ডায় আদতে অপমান করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতাকেই। দেখা করার সময় দিয়েও তাঁকে বসিয়ে রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় প্রধানমন্ত্রীর তরফে মুখ্যমন্ত্রীর প্রতি এমন আচরণ একেবারেই কাম্য নয়।

চন্দ্রিমা এও বলেছেন, ‘‘কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেছেন, মুখ্যসচিব প্রধানমন্ত্রীর বৈঠক থেকে ওয়াক আউট করেছেন।’’ চন্দ্রিমার প্রশ্ন, ‘‘ওয়াক আউটের প্রশ্ন কোথা থেকে আসছে? মুখ্যসচিব তো মুখ্যমন্ত্রীর সঙ্গেই ছিলেন। বরং মুখ্যমন্ত্রীকেই বসিয়ে রাখা হয়েছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠক তো হয়ইনি। উল্টে তাঁকে বাইরে বসিয়ে রেখে ভিতরে বিজেপি-র বৈঠক করেছেন মোদী। এটা বাংলার মানুষের অপমান। আসলে বাংলাকে অপমান করেছেন ওঁরা।’’

এদিন অন্য একটি টুইটে মমতা এবং রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ধনকড় লেখেন, ‘দেশের সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দীর্ঘ ইতিহাসে ২৮ মে দিনটি ‘কালো দিন’ হিসেবে ইতিহাসের পাতায় থেকে যাবে। প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে ধ্বংস হয়েছে দেশের গণতন্ত্র’।

উল্লেখ্য, সোমবার নিজের কর্মজীবন থেকে অবসর নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে তাঁকে নিযুক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১ জুন থেকেই মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা পদে নতুন কর্মজীবন শুরু করছেন তিনি। আগামী তিন বছর এই পদেই নিযুক্ত থাকবেন তিনি। এদিকে, রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী এবং স্বরাষ্ট্রসচিব পদে তাঁর বদলে এলেন বি পি গোপালিকা।

আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি রুখতে এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন বিকেলে পাঁচটার কিছুক্ষণ আগে রাজ্যকে পালটা চিঠি দেয় কেন্দ্র। তাতে মুখ্যসচিবকে অবিলম্বে কেন্দ্রের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তাতেই ক্ষুব্ধ হন মমতা৷ বলেন, “ কী কারণে মুখ্যসচিবকে কেন্দ্রে যোগ দিতে বলা হচ্ছ , চিঠিতে সেই কথাও উল্লেখ করা হয়নি। প্রতিশোধমূলক আচরণ। এত নির্দয়, এত নির্মম প্রধানমন্ত্রী আমি আগে কখনও দেখিনি।”

The post মোদীর বৈঠক বয়কটের ইঙ্গিত মমতা তাঁকে আগেই দিয়েছিলেন, দাবি ধনকড়ের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Ra4QPX

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages