সমস্ত মেট্রো শহরে বাড়ল জ্বালানির দাম, পকেটে টান মধ্যবিত্তদের - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, June 1, 2021

সমস্ত মেট্রো শহরে বাড়ল জ্বালানির দাম, পকেটে টান মধ্যবিত্তদের

নয়াদিল্লি : আজ মঙ্গলবার, পয়লা জুন। আবারও নয়া শিখরে পেট্রোল (petrol) ডিজেলের (diesel) দাম। কলকাতা (kolkata)সহ সমস্ত মেট্রো শহরে (metro city) গড়ে ২৩ পয়সা করে দাম বেড়েছে (price hike) পেট্রোল ডিজেলের। মঙ্গলবার কলকাতায় দাম বেড়েছে ২৫ পয়সা। এই দাম বেড়ে আজ শহরে পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৯৪.৫০ টাকা । ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৩ পয়সা। আজ কলকাতায় ডিজেলের দাম ঠেকল ৮৮.২৩ টাকা।

মে মাসের শেষ দিন , জুন মাসের প্রথম দিন টানা দুদিন বাড়ল পেট্রোল ডিজেলের দাম। গতকাল কলকাতায় ২৮ পয়সা দাম বেড়েছিল পেট্রোলের। দাম হয়েছিল প্রতি লিটারে ৯৪.২৫ পয়সা। ডিজেলের দাম বেড়েছিল ২৬ পয়সা লিটারে। দাম হয় ৮৮ টাকা। আজ মঙ্গলবার ফের দাম বেড়েছে। এর আগে শনিবার কলকাতায় ২৫ পয়সা বেড়েছিল পেট্রোলের মূল্য। দাম হয় লিটারে ৯৩.৯৭ টাকা। ডিজেলের দাম বেড়েছিল ২৮ পয়সা। কলকাতায় ডিজেলের দাম হয়েছিল ৮৭.৭৪ টাকা।

এদিকে আজ মঙ্গলবার পয়লা জুন ২০২১ দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৪৯ টাকা, দাম বেড়েছে ২৬ পয়সা। ডিজেলের দাম ৮৫.৩৮ টাকা দাম বৃদ্ধি ২৩ পয়সা। মুম্বইয়ে সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোল। আবার দাম বেড়ে দাম ১০০.৭২ টাকা, দাম বেড়েছে ২৫ পয়সা। ডিজেলের দাম ৯২.৬৯ টাকা দাম বৃদ্ধি ২৪ পয়সা। চেন্নাইয়ে পেট্রোলের দাম ৯৫.৯৯ টাকা, দাম বেড়েছে ২৩ পয়সা। ডিজেলের দাম ৯০.১২ টাকা দাম বৃদ্ধি ২২ পয়সা। রোজকার পেট্রোল-ডিজেল হারের ওঠানামা মূল্যের প্রভাব আমাদের পকেটে সরাসরি পড়ে। সেই কারণে আমরা প্রতিদিন এই হারের পরিবর্তনের দিকে নজর থাকে সাধারণ মানুষের।

৫ টি রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় পেট্রোল এবং ডিজেলের দাম অনেক দিনই স্থিতিশীল ছিল। তবে ফলাফল ঘোষণার পর ৪ মে থেকে এই নিত্য প্রয়োজনীয় জ্বালানির দামের উত্থান শুরু হয়। চলতি বছরের মে মাসে এখন পর্যন্ত মোট ১৮ দিন পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে।

ভারতে পেট্রল-ডিজেলের দাম চার ধাপে ঠিক করা হয়। প্রথমতঃ শোধনাগার, এখানে পেট্রোল, ডিজেল এবং অন্যান্য পেট্রো পণ্যগুলির অপরিশোধিত তেল কেনা হয়। দ্বিতীয়তঃ তেল সংস্থা, তারা তাদের লাভ রেখে এবং পেট্রোল পাম্পে তেল সরবরাহ করে। তৃতীয়তঃ এখানে পেট্রোল পাম্প মালিকরা তাদের নির্দিষ্ট কমিশন পেয়ে থাকেন। চতুর্থতঃ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের চাপানো আবগারি শুল্ক এবং ভ্যাট প্রদানের মাধ্যমে সাধারণ জনগণ সেই তেল কেনেন।

এছাড়াও, আপনি যদি নিজেই আপনার শহরের পেট্রোল-ডিজেলের দাম জানতে চান তাহলে অনুসরণ করুন ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট। সেই আনুযায়ী, আরএসপি (RSP) ও নিজের শহরের কোড লিখে ৯২২৪৯৯২২৪৯ এই নম্বরে পাঠাতে হবে। প্রতিটি শহরের কোড আলাদা। এই কোড অবশ্য আপনি ইন্ডিয়ান ওয়েলের (Indian Oil) ওয়েবসাইটেই পেয়ে যাবেন।

The post সমস্ত মেট্রো শহরে বাড়ল জ্বালানির দাম, পকেটে টান মধ্যবিত্তদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fXCnVJ

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages