
মুম্বই: সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোয় চতুর্দশ আইপিএলের(IPL 2021) বাকি অংশ ফের অনুষ্ঠিত হবে আমিরশাহীতে(UAE)। গত শনিবার বিসিসিআই(BCCI) চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পরেই শুরু হয়ে গিয়েছে তৎপরতা। মরুশহরে ইতিমধ্যেই একাধিক বিসিসিআই আধিকারিক(BCCI Officials) পৌঁছে গিয়েছেন পরিস্থিতি খতিয়ে দেখতে। আগামী বুধবার তাঁদের সঙ্গী হবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধের সকালেই বাকি আইপিএলের পরিকল্পনা রুপায়ণে দুবাই যাচ্ছেন বোর্ড সভাপতি।
ওইদিন মহারাজের দুবাই সফরে সঙ্গী হবেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল(Arun Dhumal) এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল(Brijesh Patel)। বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা(Rajeev Shukla) পৌঁছে গিয়েছেন আগেই। ২০২০ মরুশহরের মাটিতে সফলভাবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করায় পরিকল্পনা রুপায়ণে খুব বেশি মাথা ঘামাতে হবে না বোর্ডকে। তবুও স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্ট যেন আর কোনওভাবে বিঘ্নিত না হত সেটা নিশ্চিত করতে উদ্যোগী সৌরভের বোর্ড।
পাশাপাশি স্টেডিয়ামে দর্শক প্রবেশাধিকারের বিষয়টিও মাথাব্যথার কারণ বোর্ডের কাছে। দুবাইয়ের প্রথম সারির দৈনিক খালিজ টাইমস(Khaleej Times)-কে রাজীব শুক্লা জানিয়েছেন, ‘দর্শক প্রবেশাধিকারের বিষয়টি একমাত্র চিন্তার কারণ। ওঁরা দর্শক প্রবেশে অনুমতি দেবে কীনা জানি না। আমরা এই বিষয়ে কথা বলব ওঁদের সঙ্গে। তবে প্রশাসন যা সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য হবে। ওঁরা যদি দর্শকসংখ্যা বেঁধে দেয় তাহলে ভালো আবার অনুমতি না দিলেও কোনও সমস্যা নেই আমাদের।’
উল্লেখ্য, ইংল্যান্ডের(England) মাটিতে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হচ্ছে ১৪ সেপ্টেম্বর। চারদিন বাদে অর্থাৎ, ১৮ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু করা হতে পারে বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। একই জৈব বলয়(Bio-Bubble) ব্যবহার করে ইংল্যান্ড থেকে ক্রিকেটারদের মরুশহরে নিয়ে আসা হবে। দেশ থেকে যে সকল ক্রিকেটাররা যাবেন তাঁদের জন্য অবশ্যই আলাদা বন্দোবস্ত থাকবে। তবে বেশ কিছু বিদেশি ক্রিকেটারকে হয়তো আইপিএলে বাকি অংশে পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলো।
তা নিয়েও বিশেষ মাথাব্যথা নেই বোর্ডের। এই মুহূর্তে টুর্নামেন্ট শেষ করাই মূল উদ্দেশ্য সৌরভের বোর্ডের। রাজীব শুক্লা খালিজ টাইমস-কে সাফ জানিয়েছেন, ‘বিদেশি ক্রিকেটার ইস্যুতে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। তবে আমাদের প্রধান লক্ষ্য আইপিএলের এই সংস্করণটাকে সম্পূর্ণ করা। মাঝপথে আইপিএল কোনওভাবে বন্ধ হয়ে যেতে পারে না। সুতরাং যে কয়েকজন বিদেশি ক্রিকেটারকে পাওয়া যাবে তাঁদের নিয়েই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সবাইকে না পাওয়া গেলেও টুর্নামেন্ট বন্ধ হবে না।’
The post বুধের সকালে দুবাই যাচ্ছেন মহারাজ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SM49fT
No comments:
Post a Comment