পুল পার্টিতে মজে রয়েছেন ঋতাভরি! আপলোড করলেন ভিডিও - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 27, 2022

পুল পার্টিতে মজে রয়েছেন ঋতাভরি! আপলোড করলেন ভিডিও


টলিউড অভিনেত্রী ঋতাভরি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় যে ভীষণ সক্রিয় সেই বিষয়ে কোন দ্বিমত নেই। নিজের ভক্তদের জন্য মাঝেমধ্যেই নিত্যনতুন ছবি এবং ভিডিও আপলোড করে চর্চায় থাকেন অভিনেত্রী।

আর সক্রিয় থাকবেন নাই বা কেন প্রায় ত্রিশ লক্ষেরও বেশি মানুষ অভিনেত্রীর সাথে যুক্ত প্রতি মুহুর্তে ফলে ফ্যানদের উদ্দেশ্যে নিত্যনতুন ছবি এবং ভিডিও আপলোড করে তিনি থাকেন চর্চার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি নতুন একটি ভিডিও আপলোড করেছেন ঋতাভরি।

পুল পার্টিতে মজেছেন অভিনেত্রী। কয়েকটি ছবি এবং ভিডিও কোলাজ করে আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায় যা সহজেই ভাইরাল হয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা।

কিছুদিন আগেই অনুরাগ কাশ্যপের ছবি ‘দোবারা’র প্রিমিয়ারে হাজির ছিলেন অভিনেত্রী। পরিচালকের সাথে ছবিও আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিও অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছিল। তবে আগামী দিনে কি বলিউডে দেখা যেতে পারে ঋতাভরিকে? সেই প্রশ্নও তুলেছিলেন অনেকে।

প্রশ্নের উত্তর অবশ্য দেবে সময়, কিন্তু আপাতত নিজের ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত অভিনেত্রী। খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন তিনি।

The post পুল পার্টিতে মজে রয়েছেন ঋতাভরি! আপলোড করলেন ভিডিও appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/K8vk4yu

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages