গরুপাচার কাণ্ডে ফের সিবিআই এর তলব অনুব্রত মণ্ডলকে! এবার কী করবেন নেতা? - News Hub

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Saturday, April 2, 2022

demo-image

গরুপাচার কাণ্ডে ফের সিবিআই এর তলব অনুব্রত মণ্ডলকে! এবার কী করবেন নেতা?

Responsive Ads Here

5cc691ed2400008300258b8a
সময়টা মোটেই ভালো যাচ্ছেনা তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের। একেই রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনা নিয়ে কোণঠাসা অনুব্রত। তার মধ্যেই ফের একবার গরুপাচার কাণ্ডে সিবিআই এর তলব। সব মিলিয়ে বেশ সমস্যার মধ্যে দিয়েই অতিবাহিত হচ্ছে জীবন।

এর আগে ১৪ই ফেব্রুয়ারি গরু পাচার কাণ্ডে সিবিআই ডেকে পাঠিয়েছিল নেতাকে। সেটি তিনি এড়িয়ে যান। এরপরে ফের ২৫ শে ফেব্রুয়ারি তাকে তলব করা হয়। পরের মাসে ৪ই মার্চ তাকে নোটিশ পাঠিয়ে ১৫ ই মার্চ তলব করা হয়। এই সময় তিনি সিঙ্গেল বেঞ্চের কাছে আবেদন জানান তার শরীর অসুস্থ ফলে বীরভূম থেকে কলকাতায় এসে তিনি হাজিরা দিতে পারবেন না। বীরভূমে ব্যবস্থা করা হলে তিনি অবশ্যই সহযোগিতা করবেন।

এই কথা শুনে সিবিআই এর যুক্তি ছিল, রাজনৈতিক কাজে তিনি হামেশাই জেলার বাইরে এদিক ওদিক ঘুরে বেড়ান আর এরকম গুরুত্বপূর্ন মামলায় কেন হাজিরা দিতে পারবেন না? তার অবশ্য কোন সুদুত্তর দিতে পারেন নি অনুব্রত মন্ডল। তবে এবার আর কেউ হয়তো তার মাথায় ছাতা ধরতে পারবে না।

আগামী ৬ ই এপ্রিল গরূপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য নেতাকে তলব করেছে সিবিআই। ফলে এবার কোন যুক্তিতে তিনি হাজিরা দেওয়া এড়িয়ে যাবেন সেটা সময় বলবে তবে আপাতত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নেতাকে জিজ্ঞাসাবাদ করার জন্য মুখিয়ে।

অন্যদিকে বগটুই গ্রামে আগুন লাগার ঘটনার পরদিনই বিবৃতি দিয়ে অনুব্রত মন্ডল জানিয়েছিলেন শট সার্কিট থেকে টিভি বাস্ট করে এই ঘটনা ঘটেছে যা পরে নাকচ করে দিয়েছে রাজ্য পুলিশ সহ মমতা বন্দোপাধ্যায় স্বয়ং। এখন বর্ষীয়ান নেতা আশিস ব্যানার্জির সাথে ক্রমশ ফাটল চওড়া হচ্ছে অনুব্রত মণ্ডলের।

The post গরুপাচার কাণ্ডে ফের সিবিআই এর তলব অনুব্রত মণ্ডলকে! এবার কী করবেন নেতা? appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/FITDdEa

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages