দক্ষিণী ছবির অভিনেতা প্রভাস ফের উঠে এলেন চর্চার কেন্দ্রবিন্দুতে। ‘বাহুবলী’ ছবির মধ্যে দিয়ে সারা দেশের দর্শকের কাছে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিলেন প্রভাস। এরপর একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি ‘রাধেশ্যাম’ যা সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।
তবে জানেন কি কঠিন রোগে আক্রান্ত হয়েছেন প্রভাস। তার হাঁটুতে রোগের কারণে বেশ কিছুটা ওজন বেড়ে গেছে। ‘রাধেশ্যাম’ ছবিতে তাকে যতটা স্লিম লাগছে তার জন্য নিতে হয়েছে সিজিআই এর সাহায্য, ফলে স্বাভাবিক ভাবেই প্রভাসের ভক্তদের জন্য এই খবর বেশ চিন্তার।
চিকিৎসকরা জানিয়েছেন সেরে ওঠার জন্য প্রভাস কে হাঁটুর অস্ত্রপ্রচার করতে হবে, পাশাপাশি দরকার চার মাসের সম্পূর্ন বেড রেস্ট। এই যদি হয় তাহলে কোনোভাবেই ক্যামেরার সামনে আসতে পারবেনা অভিনেতা। তবে কবে নিজের অস্ত্রোপচার করবেন প্রভাস সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি।
প্রবাসের ভক্তরা স্বাভাবিক ভাবেই এই খবর শুনে ভেঙে পড়েছে। কিন্তু নিজের প্রিয় অভিনেতাকে সেরে উঠতে দেখতে চায় তারা। অন্যদিকে এস এস রজমৌলি জানিয়েছে ‘বাহুবলী-৩’ নিয়ে আসবেন তিনি এবং অবশ্যই সেখানে দেখা যাবে প্রভাস কে।
এই ছবি আসতে যদিও বেশ কয়েক বছর অপেক্ষা করতে হবে মানুষকে, কিন্তু আপাতত প্রভাসের শরীর নিয়ে চিন্তিত সকলেই। তার সেরে ওঠার অপেক্ষায় সবাই।
The post কঠিন অসুখে ভুগছেন অভিনেতা প্রভাস! দেখলে চিনতেই পারবেন না appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/QgaN05h
No comments:
Post a Comment