হায়দ্রাবাদের বাঞ্জারা হিলসের একটি নাইটক্লাবে তল্লাশি চালিয়ে দেড়শো জনকে আটক করলো পুলিশ। উদ্ধার হল লক্ষাধিক টাকার হেরোইন। গোটা ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর ভাইঝি নিহারিকা কোনাডেলাও উপস্থিত ছিলেন ওই পার্টিতে।
গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই পার্টিতে হানা দেয় পুলিশ। সেখানে তারা ১৫০ জন কে গ্রেফতার করেন যাদের মধ্যে ১৯ জন ওই ক্লাবের কর্মচারী। প্রথমে সাদা একধরনের বস্তু দেখে পুলিশ জানতে চায় ওগুলো কি? উত্তরে ক্লাবের লোক জানায় চিনি। পরে পরীক্ষা করে জন্য যায় ওগুলো আসলে হেরোইন।
দীর্ঘদিন ধরেই লক্ষাধিক টাকার হেরোইন কেনাবেচা হয় ওই ক্লাবে এমনটা খবর ছিল পুলিশের কাছে। গতকাল গোপন সূত্রে জানা দেয় তারা। নীহারিকা ছাড়াও ওই পার্টিতে উপস্থিত ছিলেন দক্ষিণী ছবির জনপ্রিয় গায়ক রাহুল স্পিলিগঞ্জ। তেলেগু দেশম পার্টির সাংসদ জয়দেব গল্লার ছেলে সিদ্ধার্থ গল্লা।
পুলিশ ৪ ৫ জন বিদেশীকে আটক করলেও জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। নীহারিকাকে ও ছেড়ে দিয়েছে পুলিশ। তাদের থানা থেকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নীহারিকা জানিয়েছে সে পার্টিতে উপস্থিত ছিল ঠিকই কিন্তু মাদকের বিষয়ে সে কিছু জানেনা।
এর আগে বলিউডে শাহরুখ খানের পুত্র আরিয়ানকে আটক করেছিল এনসিবি। তাকে জেলেও থাকতে হয়েছে এর কারণে। এবার নাম জড়ালো চিরঞ্জীবীর ভাইঝি নীহারিকার। সবমিলিয়ে চলচ্চিত্র জগতে মাদক যোগ নিয়ে এখন সরব সকলেই। গোটা ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
The post এবার মাদককাণ্ডে নাম জড়ালো দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর ভাইঝি নীহারিকার appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/IdGYeUh
No comments:
Post a Comment