গত বুধবার মাঝরাতে আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম দাপুটে অভিনেতা অভিষেক চ্যাটার্জি। তিনি সকলের কাছে পরিচিত মিঠুদা নামেই। নিজের কেরিয়ারে অসংখ্য ছবিতে কাজ করেছেন অভিষেক। কখনও হিরো আবার কখনও পার্শ্বচরিত্র। তবে মাঝে উধাও হয়ে গেছিলেন ইন্ডাস্ট্রি থেকে। ফিরে আসেন ছোট পর্দার মাধ্যমে।
টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জির অকাল প্রয়াণে গোটা টলিপাড়া শোকস্তব্ধ। কেউই মেনে নিতে পারছেন না প্রিয় অভিনেতার এভাবে হঠাত করে চলে যাওয়া। যিনি সবসময় হই হুল্লোড় করে সেট মাতিয়ে রাখতেন, স্টার সুলভ আচরণ যার মধ্যে নেই বললেই চলে। মাত্র ৫৮ বছর বয়সেই চলে গেলেন মিঠুদা। মাত্র তিন সপ্তাহ আগে নিজের ৫৭ তম জন্মদিন সেলিব্রেট করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায় আর বুধবার রাত ১টা বেজে ৪০ মিনিটে সকলকে ছেড়ে চলে গেলেন তিনি।
টলিউডেও নেপোটিজমের শিকার হয়েছিলেন অভিষেক বাবু। নিজেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সেই কথা। অভিনেতা শ্বাশ্বত চট্টোপাধ্যায়কে একটি শোয়ে তিনি জানিয়েছিলেন ‘দাদা’ ও ‘দিদি’ মিলে তার সই করা ১০-১২ টি ছবি থেকে তাকে বাদ দিয়েছে এবং কথা চলছিল এমন আরো প্রায় ১০ টি মোট ২২-২৩ টি ছবি থেকে রাজনীতি করে বাদ দিয়েছিল তাকে। অভিনেতার অভিযোগের তীর যে ছিল প্রসেনজিত এবং ঋতুপর্ণার দিকে তা আর কারোর বুঝতে বাকি ছিলনা কিন্তু এই নিয়ে কোন প্রতিক্রিয়া দেননি প্রসেনজিত এবং ঋতুপর্ণা কেউই।
একসময় যথেষ্ট ভালো সম্পর্ক ছিল প্রসেনজিত এবং অভিষেকের মধ্যে। দুজনের মধ্যে পারিবারিক সম্পর্কও ছিল কিন্তু কী কারণে যে এই সম্পর্কে চিড় ধরে তা আজও সকলের কাছে অজানা। অন্যদিকে অভিনেত্রী ঋতুপর্ণার সাথেও যোগাযোগ কমে এসেছিল তার। ঋতুপর্ণার সাথে তার ছবি ‘সূজন-সখী’ খুব বড় হিট। তবে একসময়ের বাংলার সেরা নায়কদের তালিকায় জায়গা করে নিলেও পরে ইন্ডাস্ট্রি থেকে কার্যত উধাও হয়ে গেছিলেন তিনি।
তবে অভিনয় কেরিয়ারের সেকেন্ড ইনিংসে একাধিক সিরিয়ালে অভিনয় করতেন। ‘খড়কুটো’ সিরিয়ালের সেটেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা, এমনই জানিয়েছেন সহকর্মীরা। হঠাত করেই বমি করতে শুরু করেন তিনি। কাঁপছিলেন থর থর করে। এরপর তার স্ত্রীকে ডাকা হয় এবং গাড়িতে ওঠার সময়েও বমি করেছেন তিনি। আর এরপরে রাতেই ঘটে অঘটন।
The post টলিউডেও নেপোটিজমের শিকার অভিষেক চ্যাটার্জি! ২০-২২ টি ছবি থেকে বাদ পড়েছিলেন তিনি appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/NmKM0yV
No comments:
Post a Comment