পশ্চিমবঙ্গের রামপুরহাটের বগটুই গ্রাম নিয়ে চাঞ্চল্য আগের মতই রয়েছে। এবার ঘটনার তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই তদন্তে নেমে পোড়া আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে তদন্তকারীরা। রামপুরহাটের মেডিকেল কলেজে গিয়ে অসুস্থ ব্যাক্তিদের সাথে কথা বলেছে সিবিআই অফিসাররা। এছাড়াও আনারুল হোসেনকে জেরা করা হয়েছে।
এখনও অবধি সবরকম স্তর থেকে সহযোগিতা পাচ্ছে বলে দাবি করেছে সিবিআই। কার নির্দেশে এই ঘটনা ঘটেছে তা জানতে মরিয়া তদন্তকারীরা। তবে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই দোষীদের খুঁজে পাওয়া সম্ভব হবে। আপাতত রামপুরহাটের এক আবাসনে সিবিআইয়ের অস্থায়ী ঘাঁটি তৈরি হয়েছে।
অন্যদিকে বগটুই গ্রামে আক্রান্তদের অতিথিরা আশ্রয় নিয়েছে অন্য গ্রামে। কার নির্দেশে সেদিন এই ঘটনা ঘটেছে এবং ঠিক কি কি হয়েছে তা তারা নিজের চোখেই দেখেছে সিবিআই কে সবরকম ভাবে সাহায্য করার কথা জানিয়েছে তারা।
গোটা দেশের মানুষ এই ঘটনার ওপর চোখ রেখেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদি প্রত্যেকেই ঘটনার তদন্তে চোখ রাখছেন। মমতা বন্দোপাধ্যায় অবশ্য বলেছেন কোন রাজনৈতিক রং না দেখে দোষীদের শাস্তি দিতে হবে।
হাসপাতালে সেই রাতে অগ্নিদগ্ধ হয়ে ভরতি আছেন নাজমা বিবি, আতাহারা বিবি, বুলবুলি খাতুন ও নাবালক ইরফান শেখ। নাজিমা বিবির অবস্থা এখনও আশঙ্কাজনক। চিকিৎসকরা জানাচ্ছেন, তাঁর শরীরের ৬৫ শতাংশ অগ্নিদগ্ধ, ৩৫ শতাংশ দগ্ধ আতাহারা বিবির দেহ। দু’জনের বয়ান রেকর্ড সিবিআইয়ের কাছে খুব জরুরি ছিল। তদন্তকারী দল সেই রাতে হাসপাতালে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
The post বগটুই গ্রামে তদন্ত শুরু করলো সিবিআই! অনারুলকে জিজ্ঞাসাবাদ করলো তদন্তকারীরা appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/wzYHNh0
No comments:
Post a Comment