নিজের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করলেন আনারুল হোসেন - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, March 25, 2022

নিজের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করলেন আনারুল হোসেন


বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনাকে কেন্দ্র করে এখন উত্তাল বঙ্গ রাজনীতি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তারাপীঠের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় ১ নং ব্লক সভাপতি আনারুল হোসেনকে। আক্রান্তদের পরিবারের দাবি এই আনারুলের নির্দেশেই তাদের বাড়িতে আগুল লাগানো হয়েছে এবং তার নির্দেশেই দূরে দাঁড়িয়ে তামাশা দেখেছে পুলিশ।

তবে সমস্ত অভিযোগ নস্যাৎ করে আনারুলের দাবি তিনি এসবের কিছু জানেননা, যারা ভাদু শেখকে মেরেছে সেই দুষ্কৃতিরা ইচ্ছে করেই আগুন লাগিয়েছে যাতে তৃণমূলকে বদনাম করা যায়। ভাদু শেখের মৃত্যুর খবর পেয়ে তিনি হাসপাতালে ছিলেন যখন ঘটনা ঘটে তখন তিনি এলাকাতেই ছিলেননা বলে জানিয়েছেন ভাদু শেখের ঘনিষ্ঠ আনারুল হোসেন।

সোমবার রাতে বগটুই গ্রামের একটি চায়ের গুমটিতে বসে চা খাচ্ছিলেন উপপ্রধান ভাদু শেখ। সেই সময়ই একদল দুস্কৃতি এসে মুড়ি মুড়কির মত বোমাবাজি শুরু করে এবং একটি বোম ভাদু শেখের মুখে লাগে যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়ে ভাদু শেখের। এরপরেই এলাকা পুরো থমথমে হয়ে যায়, সবাই মনে করছিল অশান্তি একটা কিছু হবে কিন্তু এক ঘন্টার মধ্যে যে ৮টি বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে তা হয়তো ভাবেননি কেউই। তবে গোটা ঘটনায় পুলিশের একাধিক গাফিলতি চোখে পড়েছে। অবশ্য ভাদু শেখ নিজেই পুলিশের বেশ ঘনিষ্ঠ ছিলেন বলে এলাকার সকলে জানিয়েছে।

এই ঘটনার জের গড়িয়েছে দিল্লী অবধি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকলেই এই ঘটনায় আলাদাভাবে আলোকপাত করেছে। তৃণমূলের সাংসদ রা দেখে করেছেন অমিত শাহের সঙ্গে। বগটুই গ্রামে কাল সশরীরে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পুলিশের কড়া সমালোচনা করার পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্থদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন।

রাজ্যে বেড়েই চলেছে অরাজকতা। আইন শৃঙ্খলা প্রায় নেই বললেই চলে। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসকে একের পর এক আক্রমণ শানিয়ে যাচ্ছে বিজেপি। মমত বন্দ্যোপাধ্যায় পুলিশকে কড়া নির্দেশ দিয়েছে রাজ্য থেকে বেআইনি অস্ত্র এবং বোমা উদ্ধার করতে হবে। আনারুল হোসেনকে সাসপেন্ড করেছে তৃণমূল। এবার তিনি আদৌ দোষী প্রমাণিত হন কি না সেটাই দেখার।

The post নিজের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করলেন আনারুল হোসেন appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/FZDCwQt

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages