
কলকাতা২৪x৭ঃ আজ ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ(2019 Cricket World Cup) জয়ের কাণ্ডারি বেন স্টোকসের(Ben Stokes) জন্মদিন। ২৯ পেরিয়ে ৩০ বছরে পা দিলেন তিনি। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেললেও বেনের জন্ম কিন্তু হয়েছিল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। তাঁর যখন ১২ বছর বয়স, তখন তাঁর পেশায় রাগবি কোচ পিতা ইংল্যান্ডের একটি ক্লাবের কোচিংয়ের দায়িত্ব পেয়ে পরিবার-সহ সেদেশে চলে আসেন। কিন্তু কয়েক বছর পর বেনের পরিবার ফের নিউজিল্যান্ডে ফিরে গেলেও বেন কিন্তু ইংল্যান্ডে থেকে যান তাঁর ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য।
২০১১ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে বেনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। তার একমাস পরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর টি-২০ ক্রিকেটেও অভিষেক হয়। সীমিত ওভারের ক্রিকেটে অভিষেকের দু’বছর পর বেনের টেস্ট অভিষেক হয় ২০১৩-১৪ মরসুমের অ্যাশেজ(Ashes) সিরিজে। নিজের প্রায় ১০ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে বেন স্টোকস বহু আসাধারণ পারফরম্যান্স করেছেন। আজ বেনের জন্মদিন উপলক্ষ্যে তাঁর কেরিয়ারের সবচেয়ে বিশেষ পাঁচটি ইনিংস একটু দেখে নেওয়া যাক।
• ৮৪ নট আউট, ২০১৯ বিশ্বকাপ ফাইনাল
১৯৯২ সালের পর ২০১৯ সালে প্রথমবার ইংল্যান্ড ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। নিউজিল্যান্ডের দেওয়া ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড ৮৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। এমন পরিস্থিতিতে ব্যাট করতে নামেন বেন। তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন জস বাটলার(Jos Butler)। তাঁদের দুজনের মধ্যে ১১০ রানের একটি পার্টনারশিপ হয়। কিন্তু বাটলার আউট হতেই উল্টোদিক থেকে আবার পরপর উইকেট পরা শুরু হয়ে যায়। তা সত্ত্বেও কিন্তু বেন হাল ছাড়েননি। তিনি ক্রিজের একদিন আঁকড়ে পড়েই ছিলেন। শেষে ইংল্যান্ডের জিততে ১ বলে ২ রান দরকার ছিল। কিন্তু ম্যাচটি টাই হলে তা সুপার ওভারে যায়। সুপার ওভারও টাই হওয়ার পর বেশি বাউন্ডারি মারার কারণে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হয়। ইংল্যান্ডের এই জয়ে বেনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ফাইনালে ৮৪ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। তিনি যদি আউট হয়ে জেতেন তবে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের স্বপ্ন হয়তো অধরাই থেকে যেত।
• ১০২ নট আউট, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি
২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির(Champions Trophy) লিগ পর্যায়ের একটি ম্যাচে আবারও ইংল্যান্ডের রক্ষাকর্তা হয়ে উঠেছিলেন বেন স্টোকস(Ben Stokes)। অস্ট্রেলিয়ার ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড ৩৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। সেই পরিস্থিতিতে ব্যাট করতে নেমে বেন নিজের একদিনের ক্রিকেট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গেই ইংল্যান্ডকে ম্যাচটিও জেতান। বেনের ১০২ রানের সেই অবিস্মরণীয় ইনিংসটি সাজানো ছিল ২টি ছয় এবং ১৩টি চার দিয়ে।
• ১৩৫ নট আউট, ২০১৯ তৃতীয় অ্যাশেজ টেস্ট
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৯ অ্যাশেজের(Ashes) তৃতীয় ম্যাচে বেন যে ইনিংসটি খেলেছিলেন সেখানে তিনি তাঁর রক্ষণ থেকে আক্রমণ সব কিছুর নজির পেশ করেছিলেন। সেই ম্যাচে একটা সময় তিনি ৭২টি বল খেলে মাত্র ৩ রান করেছিলেন। সেই ম্যাচেই পরে আবার বেন টি-২০ ভঙ্গিতেও ব্যাট করেছিলেন। বেনের সেই ১৩৫ নট আউট ইনিংসের সৌজন্যে ইংল্যান্ড তাঁদের টেস্ট ক্রিকেটের ইতিহাসের প্রথম ৩৫০+ স্কোর তাড়া করে জিতেছিল।
• ৪-২৬, ২-২০ এবং ৮৫ বনাম বাংলাদেশ, ২০১৬
২০১৬ ইংল্যান্ড বনাম বাংলাদেশের টেস্ট ম্যাচে চট্টগ্রামে বেন(Ben Stokes) নিজের অল-রাউন্ড দক্ষতার এক দুর্দান্ত নজির পেশ করেছিলেন। টার্নিং উইকেটে প্রথম ইনিংসে বল করে মিডিয়াম ফাস্ট বোলার বেন ৪টি উইকেট নিয়েছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮৫ রানের একটি ইনিংস খেলেন। তাঁর সেই ইনিংসের সৌজন্যে ইংল্যান্ড বাংলাদেশকে ২৮৫ রানের লক্ষ্য দেয়। বাংলাদেশ রান তাড়া করতে নেমে জয়ের দিকে অগ্রসর হচ্ছিল, কিন্তু সেই সময় বেনের হাতে বল তুলে দেওয়া হলে তিনি তিন বলের ব্যবধানে ২টি উইকেট নিয়ে নেন। ইংল্যান্ড সেই ম্যাচটি ২২ রানে জিতে গিয়েছিল।
• ২৫৮ বনাম দক্ষিণ আফ্রিকা, ২০১৬
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেনের(Ben Stokes) করা ২৫৮ রানের ইনিংসটি টেস্ট ক্রিকেটের ইতিহাসের একজন ছয় নম্বর ব্যাটসম্যানের করা সর্বোচ্চ স্কোর। এছাড়াও সেই ম্যাচেই তাঁর এবং জনি বেয়ারস্টোর(Jonny Bairstow) ৩৯৯ রানের পার্টনারশিপটিও টেস্ট ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় ছয় উইকেটের পার্টনারশিপ।
The post জন্মদিনে স্টোকসের কেরিয়ারে সেরা কয়েকটি ইনিংস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3uRB8wG
No comments:
Post a Comment