উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর প্রোফাইল থেকে নীজ ব্যাজ তুলে নিল টুইটার - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 5, 2021

উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর প্রোফাইল থেকে নীজ ব্যাজ তুলে নিল টুইটার

নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর (Vice President M Venkaiah Naidu) প্রোফাইল @MVenkaiahNaidu থেকে নীল রঙের টিক সরালো টুইটার (Twitter)। দেশের উপরাষ্ট্রপতির অফিশিয়াল প্রোফাইল @VPSecretariat-এ ফলোয়ার্স সংখ্যা ৯.৩ লক্ষ। এই প্রোফাইলে নীল টিক এখনও রয়েছে। কিন্তু বেঙ্কাইয়া নাইডুর নিজস্ব প্রোফাইল থেকে নীল টিক সরে গিয়েছে যেখানে তাঁর ফলোয়ার্স সংখ্যা ১৩ লক্ষ।

উপরাষ্ট্রপতির অফিসের তরফে এই খবর চূড়ান্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “টুইটার ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল থেকে নীল যাচাই করা ব্যাজ প্রত্যাহার করেছে।” এর সরকারি আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ভেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টটি ছয় মাস ধরে নিষ্ক্রিয় ছিল। সেই কারণেই টুইটার কর্তৃপক্ষ অ্যাকাউন্ট থেকে নীল ব্যাজ তুলে নিয়েছে। সূত্রের খবর, ভেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলটি থেকে নীল টিক সরে যাওয়ার জন্য তথ্য ও প্রযুক্তি মন্ত্রক উদ্বিগ্ন। তারা বলেছে এই ঘটনায় যে টুইটারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আরএসএস দিল্লির রাজ্য নির্বাহী সদস্য (RSS Delhi state executive member) রাজীব তুলি (Rajiv Tuli) অবশ্য বলেছেন যে টুইটার আরএসএসের আধিকারিকদের নীল টিক সরিয়ে দিয়েছে। তাঁর মতে, ভেঙ্কাইয়া নাইডুই একমাত্র ব্যক্তি নন যিনি এর শিকার হয়েছেন। ভাইয়াজি যোশী (Bhaiyyaji Joshi) নামে পরিচিত সুরেশ যোশীর (Suresh Joshi) টুইটার হ্যান্ডেল থেকে নীল রঙের টিকটি সরানো হয়েছে বলে অভিযোগ তাঁর।

টুইটারের তরফে সেই সব প্রোফাইলকেই নীল ভেরিযায়েড ব্যাজ দেওয়া হয় যেগুলির সত্যতা যাচাই করা হয়েছে। নীল ব্যাজের জন্য একটি অ্যাকাউন্ট নির্ভেজাল হওয়ার পাশাপাশি সক্রিয় থাকতে হবে। টুইটারে এই ভেরিফায়েড নীল ব্যাজ যারা পেয়েছে তাদের মধ্যে রয়েছে সরকারি সংস্থা, ব্র্যান্ড এবং এনজিও, সংবাদ সংস্থা, সাংবাদিক, বিনোদন ও খেলাধূলার জগতের পার্সোনালিটি, অ্যাক্টিভিস্ট সহ অনেক প্রভাবশালী ব্যক্তি। তবে একবার নীল ব্যাজ পেলে তা চিরন্তন হয়ে যায় না। টুইটার চাইলে যে কোনও সময় এবং কোনও বিজ্ঞপ্তি ছাড়াই এই ভেরিফায়েড ব্যাজ তুলে নিতে পারে। কেউ যদি তাদের অ্যাকাউন্টের নাম (@handle) পরিবর্তন করে তাহলে এই পদক্ষেপ করতে পারে টুইটার। এছাড়া যদি অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় বা অসম্পূর্ণ থাকে তাহলেও প্রত্যাহার করা হতে পারে নীল ব্যাজ। কোনও নির্বাচিত সরকারি কর্মকর্তা তাঁর অফিস ছেড়ে দিলে নীল ব্যাজ হারাতে পারেন।

The post উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর প্রোফাইল থেকে নীজ ব্যাজ তুলে নিল টুইটার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3pnkBj2

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages