
কলকাতা: বিজেপির (Bjp) সর্বভারতী সহ-সভাপতি মুকুল রায়কে (Mukul Roy) ফোন প্রধানমন্ত্রী (Pm) নরেন্দ্র মোদীর (Narendra Modi)। বৃহস্পতিবার বেলা ১০টা নাগাদ নরেন্দ্র মোদী ফোন করেন মুকুল রায়কে। ফোনে মুকুল রায়ের স্ত্রীর শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। করোনা (Corona) আক্রান্ত হয়েছেন মুকুল রায়ের স্ত্রী। এই মহূর্তে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। গতকাল সন্ধেয় মুকুল রায়ের স্ত্রীর খোঁজ নিতে হাসপাতালে এসেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee) । হাসপাতালে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশুর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন অভিষেক।
বিজেপি নেতা মুকুল রায় ও তাঁর স্ত্রী দু’জনেই করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। মুকুল রায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তাঁর স্ত্রী এখনও চিকিৎসাধীন। স্বভাবতই স্ত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে ঘোর উদ্বেগে মুকুল রায় ও তাঁর গোটা পরিবার। বুধবার সন্ধেয় হঠাৎই বেসরকারি হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় হাসপাতালেই ছিলেন মুকুল রায়ে পুত্র শুভ্রাংশু রায়। মায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে অভিষেকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় অভিষেকের।
অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতাল থেকে বেরনোর কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছোন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মুকুল রায়ের স্ত্রীর শারীরিক পরিস্থিতির খোঁজ নেন তিনি। বিজেপির বহু নেতাই হাসপাতালে গিয়ে মুকুল রায়ের স্ত্রীর শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন। মুকুল রায় ও শুভ্রাংশু রায়ের সঙ্গে তাঁরা কথাও বলছেন। বৃহস্পতিবার সকালে মুকুল রায়কে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকাল ১০টা নাগাদ মোদীর ফোন পান মুকুল রায়। স্ত্রী কেমন আছেন? মুকুলের কাছে জানতে চান প্রধানমন্ত্রী। তাঁর স্ত্রীর চিকিৎসায় সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী।
এদিকে, মুকুল রায়ের পুত্র শুভ্রাংশুর সঙ্গে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তা নিয়ে জোরদার জল্পনা শুরু হয়েছে। দিন কয়েক আগেই একটি ফেসবুক পোস্ট করেছিলেন (Facebook Post) মুকুল-পুত্র। ওই পোস্টে বিজেপিকে আত্মসমালোচনার পরামর্শ দিয়েছেন শুভ্রাংশু রায়। মুকুল-পুত্রের সেই ফেসবুক পোস্টের পরেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে কি বিজেপির প্রতি মোহভঙ্গ শুভ্রাংশুর? এই প্রশ্নও উঠতে থাকে। এরপর তাঁর মায়ের শারীরিক পরিস্থিতি জানতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাসপাতালে আসা ও শুভ্রাংশুর সঙ্গে কথোপকথন। দু’য়ে-দু’য়ে চার করতে শুরু করে দিয়েছে রাজনৈতিক মহলের একাংশ।
The post মুকুল রায়কে ফোন প্রধানমন্ত্রীর, স্ত্রীর শারীরিক পরিস্থিতির খোঁজ নিলেন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3uJ3Hwl
No comments:
Post a Comment