
মুম্বই : সিনেমা বা বড় পর্দার ম্যাজিক তাঁর কাছে শুধুমাত্র পেশা বা নেশা ছিল না। এই অভিনেতার কাছে সিনেমা ছিল তার জীবন। প্রতিদিনের যাপনেই তিনি বাঁচতেন অভিনয়ের সঙ্গে পরিচালনার সঙ্গে, সিনেমা তৈরির সঙ্গে।
ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানের জন্য মানুষ তাঁকে মনে রাখলেও শুধুমাত্র অভিনয় বা চলচ্চিত্র বানানো নয় সিনেমার প্রতি তার ভালোবাসা ছিল এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে।
হিন্দি চলচ্চিত্রের অন্যতম সেরা দাপুটে ও প্রভাবশালী অভিনেতা রাজ কাপুরের (Raj Kapoor) মৃত্যু দিন আজ। নিঃসন্দেহে তাঁকে ‘দ্য শো ম্যান অফ ইন্ডিয়ান সিনেমা’ রাজ কাপুর বলাই যায় । অভিনেতা, চলচ্চিত্র পরিচালক বাদেও তিনি একজন ভালো ফ্যামিলি ম্যান ও পিতা। পদ্মভূষণ সম্মান এবং দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত ভারতীয় চলচ্চিত্রের এই তারকার পারিবারিক জীবন ঘুরে দেখা যাক আজ।
একটি সাক্ষাৎকারে, রাজ কন্যা রিমা জৈন (Rima Jain) মন্তব্য করেছিলেন, ‘আমাদের বাবা আর পাঁচজন সাধারণ বাবার মতন ছিলেন না। আমাদের কাছে বাবা মানেই ছিলেন বিনোদন, ঘুরতে যাওয়া, ছুটি ভালো খাবার, নতুন জামা আর প্রাণখোলা হুল্লোড়।’ হয়তো তিনি নিজে ছোটবেলা থেকে খুব বেশি বাবার সান্নিধ্য পাননি বলেই, নিজে একজন ভালো পিতা হয়ে ওঠার চেষ্টা করেছেন।
বাবা পৃথ্বীরাজ কাপুর (Prtwiraj Kapoor )কাজের দরুন ঘন ঘন ভ্রমণের জন্য পরিবারকে ছেড়ে বাইরে চলে যেতেন। রাজ কাপুরের মা তার থেকে বয়স মাত্র ষোলো বছর বড় ছিলেন। পরিবারের জ্যেষ্ঠতম পুত্র রাজ কাপুর অন্যান্য দায়িত্বের পাশাপাশি নিজের মায়ের সুরক্ষার ব্যাপারে সদা চিন্তিত ছিলেন। কিন্তু বাবার সান্নিধ্য ছাড়া রাজ কাপুর বড় হয়েছেন বিষন্নতায় এবং একাকিত্বে।
নিজের ছোটবেলায় স্কুলে নানান প্রতিযোগিতায় রাজ কাপুর অংশগ্রহণ করতেন শুধুমাত্র সবার সঙ্গে থাকার জন্য এবং সর্বোপরি খাবারের জন্য। রাজ কাপুর প্রথম থেকেই অত্যন্ত ভোজন রসিক ছিলেন তাই প্রতিযোগিতায় জেতা হারা নয় বরং প্রতিযোগিতার শেষে যে মুখরোচক খাবার দেওয়া হয় সেটাতেই ছিল তার আগ্রহ। লেখাপড়ার প্রতি কোনোদিন খুব বেশি আগ্রহ ছিল না রাজ কাপুরের। এমনকি নিজের সন্তানদের ক্ষেত্রেও তিনি মনের কথা শোনার পরামর্শ দিয়েছিলেন। কোন ছকে বাঁধা জীবনে চলতে না বলে তিনি সন্তানদের বলেছিলেন নিজের পরিচয় নিজে তৈরি করতে।
মাত্র দশ বছর বয়সে ‘ইনকিলাব’ (Inquilab) ছবিতে আত্মপ্রকাশ করেন তিনি।চব্বিশ বছর বয়সে তৎকালীন বলিউডের কনিষ্ঠতম চলচ্চিত্র পরিচালক হিসেবে তিনি বলিউডকে উপহার ‘আগ’ (Aag), যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন তিনি নিজের স্বয়ং এবং নার্গিস (Nargis)।
তাই আজ রাজ কাপুরের কথা স্মরণ করে, এই প্রতিবেদনটি শেষ করি তারই সিনেমার ডায়লগ দিয়ে।
“কাভি কাভি পুরানে দিনোকে ইয়াদ সেহাতকে লিয়ে বহত আছ্ছি হোতি হে”।
The post নিঃসঙ্গতা থেকেই কি রাজ কাপুর হয়ে উঠেছিলেন একজন সুদক্ষ পিতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3g631Ma
No comments:
Post a Comment