
কলকাতা: ২০১১ সালের ৩ জুন, রুপোলি পর্দার হাতছানিতে পা বাড়ান অভিনেত্রী নুসরত জাহানের। দশ বছর আগে পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) হাত ধরে, জিতের (Jeet) নায়িকা হিসাবে টলিগঞ্জে শত্রু (Satru) ছবি দিয়ে আত্মপ্রকাশ হয়েছিল নুসরতের। তারপর থেকে নানা বাধা বিপত্তি অতিক্রম করে আজ নুসরত (Nusrat Jahan) বলিউডের প্রথম সারির অভিনেত্রী এবং সঙ্গে সাংসদ। যাই হোক আবার বিতর্কে নুসরত জাহান এবং তার বর্তমান সঙ্গী যশের (Yash Dasgupta) নাম।
রঙ্গোলী সংস্থার ডিরেক্টর নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে অনেকদিন ধরেই সম্পর্ক ছেদ করেছে নুসরত। এই সম্পর্ক বিচ্ছেদের জন্য তৃতীয় যে ব্যক্তির নাম বারবার এসেছে তিনি হলেন যশ দাশগুপ্ত। নিখিলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে যশের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে জুটি বেঁধেছিলেন নুসরত। কিন্তু তখন সে সম্পর্ক ছিল নিছক বন্ধুত্বের। গতবছর এনা সাহার (Ena Saha) প্রোডাকশনের ছত্রছায়ায় মুক্তি পাওয়া ‘এস ও এস কলকাতা’ (SOS Kolkata) র শুটিংয়ের সময় থেকেই নাকি নুসরত এবং যশের বন্ধুত্ব ক্রমেই গভীর হতে শুরু করে।
সংবাদমাধ্যমের কাছে প্রকাশ্যে নিজের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও, কখনো নুসরতের ইনস্টাগ্রামের স্টোরিতে আবার কখনো নুসরতের ছবি ‘ডিকশনারি’র (Dictionary) প্রিমিয়ারে উজ্জল যশের উপস্থিতি।
কফির চুমুকের ছবিতে যশকে ট্যাগ করা, গাড়িতে যশ – মিমি (Mimi Chakraborty)চক্রবর্তী অভিনীত টোটাল দাদাগিরির (Total Dadagiri) গান শুনতে শুনতে, সেই গানের প্রশংসা করা। যশ ও মিমি কে ট্যাগ করা এইসব থেকে নেটিজেনদের কাছে স্পষ্ট, নুসরত এবং যশের সম্পর্কের গুঞ্জন কতটা সত্যি কতটা মিথ্যে।
নুসরতের ঘনিষ্ঠ সূত্রে খবর, অভিনেতা যশ দাশগুপ্ত এবং নুসরতের জীবনে নতুন অতিথি আসতে চলেছে। সে খবর তাঁরা ১ মাস আগেই জানতে পেরেছিলেন। শুক্রবার সকাল থেকে নেট মাধ্যম উত্তাল নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে। যদি অভিনেত্রী নিজে এই ব্যাপারে এখনও প্রকাশ্যে কিছু বলেননি। অন্যদিকে নুসরাতের স্বামী নিখিল জৈনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,”আমি জানিও না নুসরত মা হতে চলেছে। এই খবর আমার কাছে আসেনি। আসার পথও বন্ধ। আর আমরা কেউ যোগাযোগ রাখি না।”আরও জানান, নুসরতের সঙ্গে দীর্ঘ দিন আমার কোনও সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।”
এরইমধ্যে অভিনেত্রীর ইনস্টা স্টোরি ভেসে উঠলো একটি বাক্য,’তুমি তোমার মতো করে প্রস্ফুটিত হবে’।
মুখে কিছু না বললেও শুধুমাত্র স্টেটাস আপডেটের মাধ্যমেই কি অভিনেত্রী বুঝিয়ে দিলেন তার মনের অভিব্যক্তি।
The post চুপ থেকে কি অন্তঃসত্ত্বা হওয়ার খবরে শিলমোহর বসালেন নুসরত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SfqMcK
No comments:
Post a Comment