করোনা প্রাণ কাড়ল ‘ড্রিম গার্ল’ খ্যাত অভিনেত্রীর - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 5, 2021

করোনা প্রাণ কাড়ল ‘ড্রিম গার্ল’ খ্যাত অভিনেত্রীর

মুম্বই: বলিউডে ফের শোকের ছায়া। তরুণ এক অভিনেত্রীর মৃত্যু হল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। করোনা আক্রান্ত হওয়ার পর প্রথমে বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

করোনা আক্রান্ত (Corona virus) হয়ে প্রয়াত হলেন তরুণ অভিনেত্রী রিঙ্কু সিং নিকুম্ভ (Ryinku Singh Nikumbh)। আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana), নুসরাত ভারুচ্চা (Nushrratt Bharuccha) অভিনীত ছবি ‘ড্রিম গার্ল’ (Dream Girl) ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। করোনা আক্রান্ত হয়ে গত ২ জুন প্রয়াত হয়েছেন এই তরুণ অভিনেত্রী।

এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রিঙ্কুর তুত বোন ছন্দা সিং নিকুম্ভ জানান, ‘গত ২৫শে মে রিঙ্কু করোনা আক্রান্ত (Covid Positive) হন। তিনি বাড়িতেই হোম আইসোলেশনে ছিলেন। কিন্তু বাড়িতে থেকে তার জ্বর কমছিল না। তাই আমরা তাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নিই। আমরা চেয়েছিলাম ওকে আইসিইউ (ICU) তে ভর্তি করাতে। কারণ রিঙ্কু অ্যাস্থমার (Asthma) রোগী ছিলেন। কিন্তু হাসপাতালের ডাক্তাররা বলেছিল, ওর এখন আইসিইউ প্রয়োজন নেই। সেই মতো কোভিড ওয়ার্ডে রাখা হয়েছিল রিঙ্কুকে। কিন্তু পরের দিনই তাকে আইসিইউ তে নিয়ে যেতে হয়। আইসিইউ তে থেকে ধীরে ধীরে সুস্থ হলে উঠছিলেন রিঙ্কু। কিন্তু শেষ রক্ষা আর হল না। বাঁচার সব আশাই ছেড়ে দিয়েছিল রিঙ্কু’।

ছন্দা এও জানিয়েছেন, ৭ই মে রিঙ্কু কোভিড ভ্যাকসিনের (Covid Vaccine) প্রথম ডোজ নিয়েছিলেন। শীঘ্রই তার দ্বিতীয় ডোস নেওয়ার কথা ছিল। আসামের (Assam) তেজপুরে (Tezpur) জন্ম রিঙ্কুর। অভিনয়ের প্রতি ছিল প্রবল আগ্রহ। ২০১১ সালে ‘চিড়িয়া ঘর’ (Chidiyaghar) তার প্রথম টেলিভিশন সিরিয়ালে কাজ।

এরপর ‘তেরা কেয়া হোগা আলিয়া’ (Tera Kya Hoga Alia), ‘মেরি হানিকারক বিবি’ (Meri Haanikarak Biwi), ‘শ্রীমতী ফির সে’ (Shrimati Phir Se) প্রমুখ সিরিয়ালে কাজ করেছেন তিনি। আয়ুষ্মান, নুসরাতের সঙ্গে ‘ড্রিম গার্ল’ এ অভিনয় করেছেন। ‘হ্যালো চার্লি’ (Hello Charlie) তেও অভিনয় করেছিলেন তিনি। এইবছর আমাজন প্রাইমে (Amazon Prime) মুক্তি পেয়েছিল ‘হ্যালো চার্লি’। সোনি টিভির (Sony TV) সিরিয়াল ‘ধরকন’ (Dhadkan)এ শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল রিঙ্কুকে৷

The post করোনা প্রাণ কাড়ল ‘ড্রিম গার্ল’ খ্যাত অভিনেত্রীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ikgYJs

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages