
মাদ্রিদ: জিদানের জিদানের(Zinedine Zidane) ছেড়ে যাওয়া জুতোয় কে পা গলাবেন? প্রাথমিকভাবে রাউল গঞ্জালেস(Raul Gonzales), মাসিমিলিয়ানো অ্যালেগ্রি(Massimiliano Allegri) এবং পরবর্তীতে অ্যান্তোনিও কন্তের(Antonio Conte) নাম জোরালো হয়েছিল ‘লস ব্ল্যাঙ্কোস'(Los Blancos)-দের নয়া কোচের পদে। কিন্তু গত ৪৮ ঘন্টায় সবাইকে পিছনে ফেলে অদ্ভুতভাবে দৌড়ে চলে আসেন প্রাক্তন কোচ কার্লো আনসেলোত্তি(Carlo Ancelotti)। আর মঙ্গলবার বেনজেমা(Karim Benzema)-দের নয়া কোচ হিসেবে চূড়ান্তই হয়ে গেলেন বর্ষীয়ান এই কোচ। এভার্টনের(Everton) কোচের পদে ইস্তফা দিয়ে রিয়ালে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন আনসেলোত্তি।
এর আগে ২০১৩-১৫ মাদ্রিদ জায়ান্টদের কোচ হিসেবে আনসেলোত্তি ছিলেন চ্যাম্পিয়ন্স লিগে ‘লা দেসিমা'(La Decima)-র রূপকার। তিন বছরের চুক্তিতে মঙ্গলবার আবারও বার্নাব্যুতে(Santiago Bernabeu) ফিরলেন তিনি। প্রাক্তন সফল কোচকে ফিরিয়ে রিয়াল এক সংক্ষিপ্ত বিবৃতিতে লিখেছে, ‘আগামী তিন মরশুমের জন্য কার্লো আনসেলোত্তি আমাদের প্রথম দলের কোচ হচ্ছেন।’ বুধবার চুক্তিতে সই করে মিডিয়ার মুখোমুখি হবেন তিনি।
২০১৯ থেকে প্রিমিয়র লিগে এভার্টনের দায়িত্ব সামলানো আনসেলোত্তি মঙ্গলবার প্রিমিয়র লিগ ক্লাবের কোচের পদে ইস্তফা দিয়েছেন। সদ্য শেষ হওয়া মরশুমে শুরুটা ভালো করেও ১০ নম্বরে শেষ করেছে এভার্টন। তবে রিয়ালে তাঁর অতীত সাফল্য এবং কোচ হিসেবে বর্ণময় কেরিয়ার পুনরায় ‘লস ব্ল্যাঙ্কোস’-দের কোচের পদে বসাল তাঁকে। বিশ্ব ফুটবলে মাত্র তিনজন কোচের ঝুলিতে তিনটি ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নজির রয়েছে। ৬১ বছরের আনসেলোত্তি হলেন তাঁদের মধ্যে একজন। ২০১৩-১৪ রিয়ালকে ইউরোপ সেরা করার আগে ২০০৩ এবং ২০০৭ এসি মিলানকে(AC Milan)চ্যাম্পিয়ন লিগ জিতিয়েছিলেন আনসেলোত্তি।
২৬ বছরের দীর্ঘ কোচিং কেরিয়ারে জুভেন্তাস(Juventus), চেলসি(Chelsea), পিএসজি(PSG), বায়ার্ন মিউনিখের(Bayern Munich) কোচ হিসেবেও অভিজ্ঞতায় শান দিয়েছেন ইতালিয়ান এই কোচ। সম্প্রতি জিনেদিন জিদানের কোচিংয়ে ট্রফিহীন মরশুম শেষ করা রিয়াল মাদ্রিদকে স্বমহিমায় ফেরাতে বর্ষীয়ান কোচের কাঁধে এখন গুরুদায়িত্ব। ১০ বছর বাদে ট্রফিহীন মরশুম শেষ করার পর রিয়ালে সম্প্রতি জিদান জমানা শেষ হয়েছে। ক্লাবের দায়িত্ব ছেড়ে ফরাসি কোচ জানিয়েছেন, ‘ক্লাবের আমার প্রতি আর কোনও আস্থা ছিল না যেটা আমার প্রয়োজন ছিল। দীর্ঘমেয়াদী কোনও পরিকল্পনার জন্য কোনও সমর্থনও পাইনি।’ তবে তিনি কোচিংয়ে ক্লান্ত নন, জানিয়েছেন ‘জিজৌ’।
রিয়াল মাদ্রিদে আনসেলোত্তির অতীত সাফল্য:
- চ্যাম্পিয়ন্স লিগ-২০১৩-১৪
- কোপা দেল রে- ২০১৩-১৪
- উয়েফা সুপার কাপ- ২০১৪
- ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ- ২০১৪
The post রিয়াল মাদ্রিদের কোচ হয়ে ফিরলেন আনসেলোত্তি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fJKE0R
No comments:
Post a Comment