
২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। তিনি ছিলেন দলের সর্বভারতীয় সম্পাদক। ২০১৭ থেকে আজ অবধি সেই পদ ফাঁকাই রয়েছে সবুজ শিবিরে। আজ তৃতীয়বার ক্ষমতায় আসার পর সাংগঠনিক বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই হয়তো ওই শূন্যপদ ভর্তি হতে পারে।
আপাতত মনে করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই ওই পদে নিয়োগ করবেন তৃণমূল সুপ্রিমো। একুশের নির্বাচনে যেভাবে অভিষেক নিজের দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এবং ধীরে ধীরে যেভাবে মানুষের জন্য কাজ করতে শুরু করেছেন তার সমতুল্য নাম দলে আপাতত কেউ নেই।
এর পাশাপাশি বিধানসভা ভোটের আগে দলবদলু নেতা নেত্রীরা যারা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিল তাদের অনেকেই আবার ফিরতে চাইছে সবুজ শিবিরে তাদেরও ভাগ্য নির্ধারণ হবে আজকেই। যদিও সৌগত রায় জানিয়েছিলেন আগামী ৬ মাস অন্তত দলবদলুদের কোন সুযোগ দেওয়া হবেনা তবে আজকের বৈঠকের পর কী ঠিক হয় সেটাই দেখার।
The post তৃণমূলে এখনো ফাঁকা মুকুল রায়ের পদ, কীসের ইঙ্গিত দিচ্ছেন মমতা? appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/3wW578g
No comments:
Post a Comment