পুনাওয়ালার নিরাপত্তা নিয়ে মহারাষ্ট্র সরকারকে তৎপর হওয়ার নির্দেশ হাই কোর্টের - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 2, 2021

পুনাওয়ালার নিরাপত্তা নিয়ে মহারাষ্ট্র সরকারকে তৎপর হওয়ার নির্দেশ হাই কোর্টের

মুম্বই: সেরাম ইনস্টিটিউটের (Serum Institute of India) কর্ণধার আদর পুনাওয়ালার (Adar Poonawalla) নিরাপত্তা সংক্রান্ত ব্যাপার নিয়ে মহারাষ্ট্র সরকারকে (Maharashtra government ) নিশ্চিত করতে বলল বম্বে হাই কোর্ট (Bombay High Court)। মঙ্গলবার আদালতের তরফে জানানো হয়েছে যে কোভিশিল্ড ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে পুনাওয়ালাকে যে হুমকি দেওয়া হচ্ছে মহারাষ্ট্র সরকারকে যেন সেক্ষেত্রে অবশ্যই তাঁকে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করে।

এদিন উচ্চ আদালতের বিচারপতি এস এস শিন্ডে ও অভয় আহুজা (Justices SS Shinde and Abhay Ahuja) এই নির্দেশ দিয়েছেন। তাঁরা বলেছেন, দেশের জন্য় পুনাওয়ালা দুর্দান্ত কাজ করেছেন। রাজ্য সরকারের উচিত তাঁর নিরাপত্তার দিকটি খেয়াল রাখা। এক্ষেত্রে রাজ্যে উচ্চ পদস্থ অফিসারদের পুনাওয়ালার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলা উচিত। বর্তমানে তিনি লন্ডনে রয়েছেন। তাঁর ভারতে ফেরত প্রসঙ্গে নিশ্চিত করার জন্য এটি প্রয়োজন বলে জানিয়েছে আদালত। আইনজীবী দত্ত মানে সম্প্রতি আদালতে একটি পিটিশন ফাইল করেছিলেন। সেখানে আদর পুনাওয়ালার জন্য জেড প্লাস সিকিউরিটির (Z-plus security) দাবী জানানো হয়েছিল। তার পরিপ্রেক্ষিতেই রাজ্য় সরকারকে এই নির্দেশ দিয়েছে আদালত। বর্তমানে কেন্দ্রের তরফে ওয়াই ক্যাটেগরির সিকিউরিটি (‘Y’ category security ) পান আদর পুনাওয়ালা।

আবেদনকারী এদিন তাঁর উপদেষ্টা প্রদীপ হাভনুরের মাধ্যমে হাই কোর্টকে জানান সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী পুনাওয়ালা ভয়ের কারণে দেশ ছেড়েছেন। তাঁর কাছে ক্রমাগত রাজনীতিবিদ ও অন্য়ান্য কিছু মানুষের থেকে চাপ আসছে। তাঁকে বলা হচ্ছে ওই সব রাজ্যগুলিতে যেন কোভিশিল্ড বেশি করে সরবরাহ করা হয়। এই কারণেই পুনাওয়ালা লন্ডনে চলে গিয়েছেন। প্রসঙ্গত, পুনাওয়ালা একটি সাক্ষাৎকারেও একথা জানিয়েছেন। তিনি বলেছেন, ক্ষমতায় থাকা কিছু মানুষ তাঁর উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছেন। মঙ্গলবার মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে দীপক ঠাকরে আদালতকে জানান. বর্তমানে পুনাওয়ালা ওয়াই প্লাস সিকিউরিটি পান। এতে কয়েকজন CRPF ও রাজ্য পুলিশের দুজন বন্দুকধারী তাঁর সঙ্গে থাকেন। তিনি আরও বলেন, রাজ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দেশে ফিরে আসার পরে পুনাওয়ালাকে তারা জেড প্লাস সুরক্ষা দেওয়ার বিষয়ে বিবেচনা করবে।

The post পুনাওয়ালার নিরাপত্তা নিয়ে মহারাষ্ট্র সরকারকে তৎপর হওয়ার নির্দেশ হাই কোর্টের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TuPl5L

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages