আজকের দিনেই প্রথম স্পেসওয়াক করেছিলেন এক মার্কিনি, জানুন বিস্তারিত - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 3, 2021

আজকের দিনেই প্রথম স্পেসওয়াক করেছিলেন এক মার্কিনি, জানুন বিস্তারিত

১৯৬৫ সালের ৩ জুন। জেমিনি ক্যাপসুল (Gemini capsule ) থেকে বেরিয়ে মহাকাশে পা রাখলেন নাসার মহাকাশচারী এড হোয়াইট (Ed White)। প্রথমবার মহাকাশে হেঁটে চলে বেড়ালেন আমেরিকার কোনও নভোচর। প্রায় ২০ মিনিট তিনি মহাকাশে ছিলেন। সেদিন মহাকাশে ৬ হাজার ৫০০ মাইল হেঁটেছিলেন তিনি। এটি ছিল চার দিনের Gemini IV মিশনের একটি ভাগ। এড হোয়াইট ছিলেন মিশন পাইলট (mission pilot) আর জেমস ম্যাকডিভিট (James McDivitt) ছিলেন মিশন কমান্ডার (mission commander)। তাঁরা তাঁদের সফরে ১১টি পরীক্ষা করেছিলেন। তার মধ্যে ছিল পৃথিবীর ছবি তোলা ও স্পেসক্র্যাফট নেভিগেশন।

আসুন জেনে নিই এই মহাকাশ অভিযান সম্পর্কে কিছু অজানা কথা-

১) এই অভিযানের আসল পরিকল্পনাটি ছিল হোয়াইট তাঁর আসনে উঠে দেহকে মহাকাশযানের সঙ্গে আটকে রাখবেন। সেই অবস্থায় মহাকাশ ভ্রমণ করবেন তিনি। তবে সোভিয়েত মহাকাশচারী আলেক্সি লিওনোভ নিরাপদে প্রথম স্পেসওয়াক সম্পন্ন করেন।

২) এর আগে এমন কখনও হয়নি যে মার্কিন পতাকা কোনও স্পেসসুটে লাগানো থাকতো। Gemini IV মিশনে সর্বপ্রথম এই ট্র্যাডিশন চালু করে। এই অভিযানে স্পেসসুটগুলিতে আমেরিকান পতাকা লাগানোর প্রথা শুরু হয়। মজার ব্যাপার হল হোয়াইট এবং ম্যাকডিভিট নিজেরাই খরচ করে দেশের পতাকা কেনেন ও সেগুলি নিজেদের স্পেসস্যুটে লাগান।

৩) হোয়াইট স্পেসওয়াকের সময় নিজেকে চালিত করার জন্য হ্যান্ড-হেল্ড ম্যানইউভারিং ইউনিট (Hand-Held Maneuvering Unit) নামে একটি সরঞ্জাম ব্যবহার করেছিলেন। এটি ইউনিটটি অ্যালুমিনিয়াম এবং স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি (aluminium and stainless steel)। এই যন্ত্রটি মহাকাশচারীকে তাঁর শরীরকে ডান দিকে বা বাম দিকে ঘোরাতে সাহায্য করত। এছাড়া এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও এই যন্ত্রের ব্যবহার করতেন হোয়াইট। এর হ্যান্ডেলটিতে একটি রকার সুইচ এবং জ্বালানির জন্য ৩৪০০ পিএসআই (psi) চাপের মধ্যে দুটি অক্সিজেন ট্যাঙ্ক ছিল। এই যন্ত্র তৈরি করেছিল আইরিসার্ক ম্যানুফ্যাকচারিং সংস্থা (Airesearch Manufacturing Company)। ১৯৬৭ সালে ন্যাশনাল এয়ার অ্য়ান্ড স্পেস মিউজিয়ামে (National Air and Space Museum) এটি স্থান পায়।

৪) স্পেসওয়াকের সময় যখন ক্যাপসুলের দরজা খোলা ছিল হোয়াইট তাঁর ডানহাতের কমফোর্ট গ্লোভ ক্যাপসুলের বাইরে মহাশূন্যে ভাসিয়ে দেন।

৫) স্পেসওয়াক করার সময় খুব মজা পেয়েছিলেন হোয়াইট। তিনি এটি শেষই করতে চাইছিলেন না। তিনি বলেছিলেন, “আমি কিন্তু ফিরছি না… এটা খুব মজাদার।” পরের দিন নিউইয়র্ক ডেইলি নিউজের প্রথম পাতায় স্থান পেয়েছিল তাঁর এই বক্তব্য। তাঁকে মহাকাশযানে ‘ফিরতে অনিচ্ছুক’ বলে চিহ্নিত করা হয়েছিল। মহাকাশে তার পদচারণা শেষ করে যানে ফেরার সময় হোয়াইট বলছিলেন, “আমি আবার আসছি। এটি আমার জীবনের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত।”

The post আজকের দিনেই প্রথম স্পেসওয়াক করেছিলেন এক মার্কিনি, জানুন বিস্তারিত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3uMQdj9

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages