
মুম্বই: করোনা (Corona) নিয়ে এবার মোদী সরকারকে (Modi Govt) তুলোধনা নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনের (Amartya Sen) । করোনা মোকাবিলায় শক্তি অনুযায়ী ভারত (India) কাজ করতে পারেনি বলে মনে করেন বর্ষীয়ান এই অর্থনীতিবিদ (Economist) । এমনকী করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে বারত সরকার দ্বিধাগ্রস্ত ছিল বলেও মনে করেন তিনি। মুম্বইয়ের একটি অনুষ্ঠানে দেশের করোনা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তোলেন নোবেলজয়ী এই বাঙালি।
করোনার প্রথম ধাক্কা কাটিয়ে ওঠার পরপরই সুনামির মতো দেশে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। করোনার সেকেন্ড ওয়েভ মোকাবিলায় কার্যত নাজেহাল দশা রাজ্যে-রাজ্যে। সংক্রমণের বিদ্যুৎ গতিতে লাগাম পরাতে দেশজুড়ে লকডাউন (Lockdown)-সহ বেশ কিছু কড়াকড়ি জারি করা হয়। একটানা এই কড়াকড়ির সুফল মিলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের করোনা গ্রাফ নিম্নমুখী। অনেকেই মনে করছেন সেকেন্ড ওয়েভ বিদায়ের পথে। তবে সতর্ক না থাকলে অল্প দিনের মধ্যেই দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ।
এদিকে, করোনা মোকাবিলা নিয়ে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন। মুম্বইয়ের একটি অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, ‘‘শক্তি অনুযায়ী কাজ করেত পারেনি ভারত। কারণ, কেন্দ্রীয় সরকার দ্বিধাগ্রস্ত ছিল। কাজ না করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা। এটা কম বুদ্ধির লক্ষণ, ভারত সেটাই করেছে। ভালো কাজে আপনা থেকেই কৃতিত্ব মেলে।’’
এখানেই থেমে থাকেননি তিনি। বিশ্বের কাছে নিজেদের জাহির করার মনোভাবের উল্টো ফল হয়েছে বলেও মোদী সরকারকে বিঁধেছেন অর্মত্য সেন। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘‘কোভিড মোকাবিলায় কাজ না করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা। বিশ্বকে বাঁচিয়ে দেবে ভারত। এমন একটা কৃতিত্ব প্রচারের চেষ্টা। এর ফলে সমস্যা বেড়েছে। মানুষের জীবনে যার প্রভাব পড়েছে। যে কারণে দেখা দিয়েছে স্কিৎজোফ্রেনিয়া।’’
তবে বর্তমানে দেশের করোনা গ্রাফ নিম্নমুখী। শুক্রবারের তুলনায় শনিবার প্রায় ১২ হাজার কমল আক্রান্তের সংখ্যা। তবে বেড়েছে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২০ হাজার ৫২৯ জন। শুক্রবারের তুলনায় এদিন আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। শুক্রবার আক্রান্ত হয়েছিলেন লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। তবে এদিন দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়েছে। যেখানে শুক্রবার ২ হাজার ৭১৩ জনের মৃত্যু হয়েছিল সেখানে শনিবারের হিসেব বলছে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৮০ জনের মৃত্যু হয়েছে।
The post ‘শক্তি অনুযায়ী কাজ করতে পারেনি ভারত’, করোনা নিয়ে কেন্দ্রকে তুলোধনা অর্মত্য সেনের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3z35hwl
No comments:
Post a Comment