
ওডিশা ও পশ্চিমবঙ্গে তাণ্ডব চালিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস।
সকাল ১০.১০: ওডিশায় প্রবল ক্ষয়ক্ষতি। ১০০-রও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত। একাধিক এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎ নেই রাজ্যের বহু এলাকায়।
সকাল ৯.৪৫: দিঘা, ফ্রেজারগঞ্জ ও ডায়মন্ড হারবারে উদ্ধারকাজ চালাচ্ছে নৌসেনা। বিশাখাপত্তনমে ৭টি দলকে তৈরি রাখা হয়েছে।
সকাল ৯.৩০: ইয়াসের প্রভাবে দিনভর পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদের কিছু অংশে হতে পারে বৃষ্টি।
সকাল ৯.০০: ঝাড়খণ্ডে প্রায় ১২ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি যাতে কম হয়, তার জন্য ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে কাজ। রাজ্য জারি রয়েছে সম্পূর্ণ লকডাউন। মানুষকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ৮ জন আহত হয়েছেন।
সকাল ৭.৩০: গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ইয়াস। বুধবার মধ্যরাতেই তা প্রবেশ করে দক্ষিণ ঝাড়খণ্ডে। ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ইয়াস। আগামী ১২ ঘণ্টায় তা সাধারণ নিম্নচাপে পরিণত হবে।
THE CYCLONIC STORM ‘YAAS’ WEAKENED INTO A DEEP DEPRESSION AND LAY CENTRED AT 2330 HRS IST OF THE 26TH MAY OVER SOUTH JHARKHAND AND ADJOINING NORTH INTERIOR ODISHA. LIKELY TO MOVE NORTHWESTWARDS AND WEAKEN GRADUALLY INTO A DEPRESSION DURING NEXT 12HRS. pic.twitter.com/bVyybkJYaZ
— India Meteorological Department (@Indiametdept) May 26, 2021
The post Yaas LIVE: ঝাড়খণ্ডে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ইয়াস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hTyrb9
No comments:
Post a Comment