
নয়াদিল্লি: মারণ ভাইরাস প্রাণ কাড়ল দেশের তাবড় রাজনীতিক অজিত সিংয়ের। করোনার শিকার হলেন এই প্রাক্তণ কেন্দ্রীয় মন্ত্রী তথা আরএলডি প্রধান। তিনি চিকিৎসাধীন ছিলেন গুরগ্রামের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বৃহস্পতিবার সকালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বয়স হয়েছিল ৮২ বছর।
জানা যাচ্ছে, গত ২০ এপ্রিল অজিত সিংয়ের করোনা রিপোর্ট ইতিবাচক আসে। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর সংক্রমণ অতিশীঘ্রই ছড়িয়ে পড়েছিল ফুসফুসে। তিনি ICU-তে ভর্তি ছিলেন। কিন্তু চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার সকালেই তিনি পরলোকগমন করেন। এই অবিসংবাদী নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জাতীয় রাজনৈতিক মহলে।
কৃষক নেতা চরণ সিং তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র অজিত সিং। তিনি এক দশকেরও বেশি সময় ধরে আমেরিকার প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ছিলেন। কিন্তু দেশে ফিরে তিনি বাবার পথ অনুকরণে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন। এই নেতার জনপ্রিয়তাও কম ছিল না। পশ্চিম উত্তরপ্রদেশের জাঠ অধ্যুষিত এলাকার জনপ্রিয় নেতা ছিলেন তিনি। সেই এলাকারই বাঘপত লোকসভা কেন্দ্রের সাংসদও ছিলেন তিনি।
প্রসঙ্গত, এই প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং বারবার জোটসঙ্গী এবং দলবদলের কারণে রাজনৈতিক মহলে তুমুল সমালোচনার শিকার হয়েছিলেন। পি ভি নরশিমা রাওয়ের মন্ত্রিসভায় তিনি ছিলেন খাদ্যমন্ত্রী, ভিপি সিংয়ের আমলে তিনি ছিলেন মন্ত্রিসভার সদস্য। ১৯৯৬ সালে তিনি জাতীয় কংগ্রেস থেকে ইস্তফা দেন এবং আরএলডি তথা রাষ্ট্রীয় লোক দল গঠন করেন। পরে তিনি বিজেপি নেতৃত্বাধীন NDA জোটসঙ্গী হন। অটলবিহারী বাজপেয়ীর সময়কালে তিনি ছিলেন দেশের কৃষিমন্ত্রী। তবে ২০০৩-এ মোহভঙ্গের পর তিনি ফের কংগ্রেসের জোট সঙ্গী হন।
দেশের এই প্রভাবশালী নেতার মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ-ও। দেশে মারণ ভাইরাসের তান্ডবে এভাবে একের পর এক প্রভাবশালী ব্যক্তিত্বের জীবনাবসান জনমানসে আতঙ্কের সৃষ্টি করছে।
The post ফের মৃত্যু! করোনা আক্রান্ত হয়ে প্রয়াত RLD প্রধান অজিত সিং appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3f03cbh
No comments:
Post a Comment