
লন্ডন : করোনা আবহে এবার চুপিচুপি তৃতীয় বারের জন্য বিয়ে সারলেন খোদ প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের বান্ধবী ক্যারি সিমন্ডসের (Carrie Symonds) সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (PM Boris Johnson)।
জানা গিয়েছে, সম্পূর্ণ অনাম্বড়ে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে লন্ডনের ওয়েস্টমিনস্টর ক্যাথিড্রাল চার্চে (Westminster Cathedra) শনিবার চারহাত এক হয় জনসন ও ক্যারি সিমন্ডসের।
এই বিষয়ে রবিবার প্রধানমন্ত্রীর অফিস ডাউনিং স্ট্রিটের (Downing Street office) এক মুখপাত্রের তরফে সরকারি ভাবে প্রধানমন্ত্রীর বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনা হয়।
এই বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, অত্যন্ত গোপনে এই বিয়ের অনুষ্ঠান সাড়া হয়। এমনকি বরিসের সহকর্মীরাও এই বিয়ের বিষয়ে কিছু জানতেন না। করোনা সংক্রমণের কারণে বর্তমানে ইংল্যন্ডে বিয়ের আমন্ত্রিতের সংখ্যা ৩০-এ বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। নিজের বিয়ের অনুষ্ঠানেও সেই নিয়ম পালন করেন তিনি। শেষ মুহূর্তে হাতে গোনা ঘনিষ্ট কয়েকজনকেই কেবল আমন্ত্রণ জানানো হয় এই বিয়েতে।
জানা গিয়েছে, লন্ডনের স্থানীয় সময় দুপুর ১:৩০ টা নাগাদ আচমকাই ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয় ওয়েস্টমিনস্টর ক্যাথিড্রাল চার্চ। এরপর দেখা যায় একটি সাদা গাউন পরে লিম্যুজিন গাড়িতে করে বিয়ের অনুষ্ঠানে আসেন ক্যারি সিমন্ডস। সেখানেই সম্পন্ন হয় বিয়ের যাবতীয় অনুষ্ঠান।
আরও জানা গিয়েছে যে, ২০১৯ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসার পর থেকেই লিভ-ইন করছিলেন বরিস জনসন (৫৬) এবং ক্যারি সিমন্ডস (৩৩)। গতবছরই তাঁরা জানান যে, বরিস ও সিমন্ডস দুজনেই বাগদান পর্ব সেরে ফেলেছেন। খুব শীঘ্রই তাঁদের সন্তান আসতে চলেছে পৃথিবীতে। ২০২০ সালে তাঁদের ছেলে নিকোলাস জনসন জন্মগ্রহণ করেন৷
যদিও সম্প্রতি লন্ডনের দৈনিক ‘সান মিডিয়ার'(Sun Media) তরফে জানানো হয় যে, ২০২২ সালের জুলাইতে বিয়ে করবেন প্রধানমন্ত্রী। তার আগে অবশ্য ববন্ধুবান্ধব এবং পরিবার পরিজনদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।
উল্লেখ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বরাবরই ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনেন না বরিস জনসন। এর আগেও তাঁর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলা হয়েছিল। যার জেরে একবার তাঁকে কনজারভেটিভ পার্টি থেকে বরখাস্ত করা হয়েছিল। এর আগেও তিনি দু’বার বিয়ে করেছেম বলে শোনা যায় তবে তাঁর মোট কয়টি সন্তান আছে তা নিয়েও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।
The post করোনা আবহে বিয়ে সারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fyd8dJ
No comments:
Post a Comment