
ভোট মিটতেই প্রায় রোজই বাড়তে শুরু করেছে পেট্রোল ডিজেলের দাম। জ্বালানির দামবৃদ্ধির কারণে স্বাভাবিক ভাবেই বাজারে অন্যান্য জিনিসের দামও বাড়তে শুরু করেছে এবং ফলে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। বিগত কয়েক সপ্তাহ ধরে মাঝে এক দুদিন বাদে প্রায় রোজই বাড়ছে জ্বালানির দাম। আজও সারা দেশজুড়ে পেট্রোলের দাম ২১-২৫ পয়সা এবং ২৮-৩২ পয়সা বেড়েছে।
আজ দাম বাড়ায় মুম্বইয়ে লিটারপ্রতি পেট্রল বিক্রি হচ্ছে ৯৯টাকা ৯৪ পয়সা করে। ডিজেল লিটারপ্রতি বিকোচ্ছে ৯১টাকা ৮৭ পয়সা করে। ফলে স্বভাবিক ভাবেই সেঞ্চুরি ছুঁয়ে ফেলেছে মহানগরী। অন্যদিকে কলকাতাতে বৃহস্পতিবার পেট্রলের দাম ৯৩ টাকা ৭২ পয়সা। ডিজেলের দাম ৮৭ টাকা ৪৬ পয়সা।
কবে কমবে জ্বালানির দাম সেই বিষয়ে উদাসীন সরকার। আন্তর্জাতিক বাজারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে শুল্ক কমানোর বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত না নেওয়ায় কঠিন সময়ের সামনে উপস্থিত দেশের মানুষ।
The post আবার বাড়লো পেট্রোল ডিজেলের দাম, নয়া রেকর্ড জ্বালানিতে appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/3oVa3rb
No comments:
Post a Comment