মাঝ আকাশে এয়ার অ্যাম্বুল্যান্স-এ যান্ত্রিক ত্রুটি! পাইলটের দক্ষতায় বাঁচল ৫ প্রাণ - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, May 7, 2021

মাঝ আকাশে এয়ার অ্যাম্বুল্যান্স-এ যান্ত্রিক ত্রুটি! পাইলটের দক্ষতায় বাঁচল ৫ প্রাণ

মুম্বই: মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বাঁচলো নাগপুর-হায়দরাবাদগামী এয়ার অ্যাম্বুল্যান্স (Air Ambulance)। যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটিকে মুম্বইয়ে জরুরি অবতরণ (Emergency Landing) করতে হয়। বিমানটির এমার্জেন্সি ল্যান্ডিং করে মারাত্মক বিপদ থেকে বাঁচান পাইলট। জেট সার্ভ এভিয়েশন পরিচালিত C-90 VT-JIL বিমান সফলভাবে মুম্বই বিমান বন্দরে অবতরণ করে।

জানা গিয়েছে, নাগপুর থেকে হায়দরাবাদ যাচ্ছিল বিমানটি। তাতে ছিলেন একজন রোগী ও একজন চিকিৎসক। কিন্তু আকাশে ওড়ার পরই বিমানটির যন্ত্রাংশে ত্রুটি আছে বুঝতে পারেন বিমান চালক। বিমানের একটি চাকা খুলে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে চালক সিদ্ধান্ত নেন সেটিকে এমার্জেন্সি ল্যান্ডিং (Emergency Landing) করবেন।

পরিকল্পনা মতো, মুম্বই বিমানবন্দরে সেটিকে ল্যান্ডিং করা হয়। জানা গিয়েছে, রোগী, চিকিৎসক ও বিমানকর্মীরা সকলেই নিরাপদে ও সুরক্ষিত আছেন। তবে অবতরণ খুব সহজ ছিল না। ল্যান্ডিং গিয়ার ব্যবহার না করে বেলি ল্যান্ডিংয়ের পরিকল্পনা করেছিলেন বিমান চালক। অর্থাৎ বিমানের চাকা ভিতরে না ঢুকিয়েই তাকে মাটিতে নামিয়ে আনা। সেই কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রানওয়েতে ফোমের বন্দোবস্ত করেছিলেন বিমানবন্দরের কর্মীরা। যাতে কোনও ভাবেই বিমানটিতে আগুন ধরে যায়।

বিমানচালক কেশরী সিং জানিয়েছেন, ‘‘যখন দেখলাম বিমানটির চাকা খুলে পড়ে গিয়েছে, তখন বুঝেছিলাম নামতে হলে অনেকটা জ্বালানি পোড়াতে হবে। আমি বেলি ল্যান্ডিংয়ের পক্ষে ছিলাম। তবে জানতাম না রানওয়ের কোনও ক্ষতি হবে কিনা। অবশেষে সব কিছু ঠিক ভাবে মেটায় এবার স্বস্তি পাওয়া গেল।’’ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন বেলি ল্যান্ডিং বেশ ঝুঁকিপূর্ণ হলেও বিমান চালক অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজটি করছেন এবং সবাইকে নিরাপদে বিমান থেকে বার করা সম্ভব হয়েছে। বিমানটিতে দুই ক্রু সদস্য, একজন রোগী, তার আত্মীয় এবং একজন চিকিৎসক ছিলেন। বৃহস্পতিবার রাত নয়টায় বিমানটি বিমানবন্দরে অবতরণ করেছে।

The post মাঝ আকাশে এয়ার অ্যাম্বুল্যান্স-এ যান্ত্রিক ত্রুটি! পাইলটের দক্ষতায় বাঁচল ৫ প্রাণ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3baBs2H

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages