
নিউ ব্যারাকপুর: আগুন (Fire) লাগল নিউ ব্যারাকপুরের (New Barackpore) তালবান্দার এক গেঞ্জি কারখানায়। পাশাপাশি এলাকার এক ওষুধের (Medicine) গুদামেও আগুন লেগেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর রাতে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল (Fire Brigade)।
বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ ওই গেঞ্জি কারখানা ও ওষুধের দোকান থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। অতো রাতে আগুন লাগায় খুব বেশি প্রথম অবস্থায় তা দেখা সম্ভব হয়নি। যখন স্থানীয়রা বুঝতে পারেন কারখানায় আগুন লেগেছে তখনই দমকলে খবর দেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে বহুতলে বেশ আন্তত ৪ আটকে রয়েছেন বলে আশঙ্কা। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তাও এখনও প্রকাশ্য়ে আসেনি।
কিছুদিন আগে বিবাদী বাগের রাজ্য যুব কল্যাণ দফতরে আগুন লাগে। মাত্র এক ঘণ্টার চেষ্টায় দমকলের ১০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে আগুন লাগার প্রায় সঙ্গে সঙ্গেই রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু পৌঁছে যান। এই ভবনটির তিন তলায় আগুন নেভাতে এক দমকল কর্মী হাইড্রোলিক ল্যাডার নিয়ে উঠে আগুন নেভাতে গেলে ওই দমকল কর্মীর বাম হাত ঝলসে যায়। তিনি সঙ্গে সঙ্গে নিচে নেমে আসেন।
তার কিছুদিন আগে পার্ক স্ট্রিটের একটি বহুতলে কাপড়ের গোডাউনে আগুন লাগার ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়৷ দমকলের ১০টি ইঞ্জিন কাজ করে ও আগুন নিয়ন্ত্রণে আনে৷ হাইড্রোলিক ল্যাডার দিয়ে জল দেওয়া হয়৷ ঘটনাস্থলে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু৷ কোনও প্রাণহানি হয়নি। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল ওই গোডাউনে। দমকল সূত্রে খবর, শাড়ি, চুড়িদার সহ নানা দাহ্য বস্তু ঠাসা ছিল ওই গোডাউনে। তবে লকডাউন থাকায় ওই গুদামে কেউ ছিলেন না। এছাড়া রাজ্যের সব সরকারি, বেসরকারি অফিস বন্ধ। তাই ওই বহুতল অফিস বিল্ডিং হওয়া সত্ত্বেও বেশি সংখ্যায় মানুষজন ছিলেন না। তাই কোনও প্রাণহানি হয়নি।
The post নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানা ও ওষুধের গুদামে আগুন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SqxqwF
No comments:
Post a Comment