
স্টাফ রিপোর্টার, কলকাতা : সংযুক্ত মোর্চার খারাপ ফল হয়েছে বিধানসভা নির্বাচনে। মোর্চার সূত্রধর ছিল বামেরাই। ৩৪ বছর রাজ্যের ক্ষমতায় থাকা সেই বামেরা আজ শূন্য। এমত অবস্থায় বিমান বসু মনে করছেন, তাদের হারের কারণ তারা খতিয়ে দেখবেন, কিন্তু এই মুহূর্তে বেশি দায়িত্ব তৃণমূল ও বিজেপির। এমনটাই মনে করছেন তিনি।
বিমান বসুর কথায়, ‘তৃণমূল-বিজেপি বিরোধী সব শক্তির কাছেই দায়িত্ব বহুগুণ বেড়ে গেল’। রাজ্যের মানুষের প্রতি বিরোধীদের দায়িত্ব কী হবে তা বলে দিয়েছেন বিমান বসু। নিজের দলের এই খারাপ ফলের দায়িত্ব কে নেবে? কারণ তন্ময় ভট্টাচার্য বলেছেন , ‘এর আগে লোকসভায় বামেরা শূন্য হয়ে গেলো। সেই দায় কেন্দ্রীয় নেতৃত্ব নিলো না। এবার বিধানসভায় বামেরা শূন্য হয়ে গেলো, কেন্দ্রীয় যে নেতাদের জন্য এটা হলো তাঁদের এই দায় নিতে হবে। এই পরাজয়ের জন্য প্রার্থী বা কর্মীরা দায়ী নয়।’
এমত অবস্থায় বামেদের কী করা উচিৎ? বর্ষীয়ান বাম নেতা বলেছেন, ‘এই নির্বাচনে সংযুক্ত মোর্চার পক্ষে ভূমিকা পালন করেছেন যে কর্মীরা, তাঁদের অভিনন্দন জানাচ্ছি। গণনা পরবর্তী সময়ে রাজ্যের সর্বত্র শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সকলের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। বর্তমানে কোভিড মহামারী মোকাবিলা করতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ও কর্তব্য পালন করার দাবি উত্থাপন করার সঙ্গে সঙ্গে সংযুক্ত মোর্চার সমস্ত শরিক দলকে যুদ্ধকালীন তৎপরতায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি অব্যাহত রাখতে হবে। সংবিধানের বিধি রক্ষা করা, গণতান্ত্রিক ব্যবস্থাকে সুরক্ষিত করা, ধর্মনিরপেক্ষতা রক্ষা করা, শ্রমজীবী মানুষের রুটি রুজির লড়াই সংগ্রামকে বিস্তৃত ও শক্তিশালী করার দায়িত্ব পালন করবে সংযুক্ত মোর্চা।’
তৃণমূলের জয়ের ব্যাখ্যা করে বিমান বসু বলেছেন, ‘সপ্তদশ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। এই নির্বাচনে বিজেপি-র পরাজয় উল্লেখযোগ্য ঘটনা। তৃণমূল কংগ্রেস নির্বাচনে জয়ী হয়েছে। সংযুক্ত মোর্চা নির্বাচনে বিপর্যস্ত হয়েছে। কেন এই বিপর্যয় হলো তা আমরা পরবর্তী সময়ে সংযুক্ত মোর্চার সমস্ত শরিক নিজ নিজ দলে আলোচনা করে, যৌথ পর্যালোচনা করে কারণ অনুসন্ধান করব এবং সেই অনুযায়ী শিক্ষা গ্রহণ করব। কিন্তু ফলাফল দেখে প্রাথমিক ভাবে হয়ত একথা বলা যেতে পারে বিজেপি-কে পরাস্ত করার জন্য জনগণের তীব্র আকাঙ্ক্ষা থেকেই তৃণমূল লাভবান হয়েছে।’
বিজেপি’র হার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘উল্লেখযোগ্য ঘটনা এই যে বিগত লোকসভা নির্বাচনে বিজেপি এরাজ্যে ১৮টি আসনে জয়লাভ করে বাংলা জয়ের বাসনায় আরএসএস, সঙ্ঘ পরিবারকে ব্যবহার করে বিধানসভা নির্বাচনে জয়ী হবার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করে, বেশ কিছু হেলিকপ্টার ব্যবহার করে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দাপিয়ে বেড়িয়েছিল। তারপরও বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। কিন্তু বিজেপি বাংলার সমাজধারায় একটি স্থায়ী ক্ষত তৈরি করেছে যার পরিণতিতে ভবিষ্যতে বাংলার সমাজ ও সংস্কৃতিতে ক্ষতিসাধন হতে পারে।’
The post শূন্য, তবু লড়াই করবে বাম, দায়িত্ব বাড়ল বিরোধীদের : বিমান বোস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3t7EdIg
No comments:
Post a Comment