অ্যান্টিগায় বেপাত্তা মেহুল চোকসি, যেতে পারেন কিউবায় - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, May 25, 2021

অ্যান্টিগায় বেপাত্তা মেহুল চোকসি, যেতে পারেন কিউবায়

অ্যান্টিগা: আচমকা নিখোঁজ (missing) মেহুল চোকসি (Mehul Choksi)। অ্যান্টিগায় (Antiguan) তাঁর খোঁজ মিলছে না। ইতিমধ্যেই তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে অ্যান্টিগা পুলিশ (Police) । পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) ১৩ হাজার ৫০০ কোটি টাকা ঋণখেলাপির মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত মেহুল চোকসি। ২০১৮ সালের শুরুতে ভারত (India) থেকে পালিয়ে (Fled) যান মেহুল। গত কয়েক বছর অ্যান্টিগাতেই থাকতেন তিনি। জানা গিয়েছে, অ্যান্টিগা থেকে পালিয়ে গিয়ে কিউবায় (Cuba) আশ্রয় নিয়েছেন মেহুল।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৫০০ কোটি টাকা ঋণখেলাপিতে অন্যতম প্রধান অভিযুক্ত হীরে ব্যবসায়ী মেহুল চোকসি। ভারত থেকে পালিয়ে গিয়েছেন তিনি। তবে বিদেশে বসে বহাল তবিয়তে জীবন কাটাচ্ছেন মেহুল। জানা গিয়েছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের (Caribbean Island) অ্যান্টিগা ও বারবুদার নাগরিকত্ব (Citizenship) নিয়েছেন মেহুল।

ভারতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ঋণখেলাপির মামলায় অন্যতম অভিযুক্ত মেহুল চোকসির বেপাত্তা হওয়ার খবর ইতিমধ্যেই পৌঁছেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (Cbi) কাছে। তবে সিবিআই-ও সোর্সদের কাজে লাগিয়ে এই খবরের সত্যতা যাচাই করার চেষ্টা করছে। অ্যান্টিগার স্থানীয় সংবাদমাধ্যমের (Media) খবর অনুযায়ী, মেহুল চোকসির পাত্তা নেই। তবে তার খোঁজে স্থানীয় পুলিশ প্রশাসন তল্লাশি (Search) চালাচ্ছে। গত রবিবার ২৩ মে বিকেল ৫.১৫ নাগাদ মেহুল চোকসিকে তার বাড়ি থেকে গাড়িতে বেরোতে দেখা গিয়েছে। তার পর থেকেই চোকসির আরও কোনও খেঁজ মিলছে না। অ্যান্টিগা পুলিশ মেহুল চোকসির খোঁজে তল্লাশি চালাচ্ছে।

এব্যাপারে অ্যান্টিগার প্রধানমন্ত্রী (Prime Minister) গ্যাস্টন ব্রাউন (Gastone Brown) জানিয়েছেন, প্রশাসনের তরফেও মেহুল চোকসির খোঁজে সবরকম চেষ্টা চালানো হচ্ছে। মেহুল চোকসির ব্যাপারে কোনও খবর পেলে পুলিশকে জানাতে বলা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, অ্যান্টিগা থেকে পালিয়ে কিউবায় গিয়ে আশ্রয় নিতে পারেন মেহুল চোকসি। কিউবায় তাঁর নিজস্ব কিছু সম্পত্তি রয়েছে। অ্যান্টিগার স্থানীয় একটি সংবাদমাধ্যম মেহুলের এক সহযোগীর কথা উদ্ধৃত করে জানিয়েছেন, মেহুল চোকসি দেশ ছেড়েছেন। খুব সম্ভবত তিনি কিউবায় তাঁর বিলাসবহুল বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন।

জানা গিয়েছে, ভারত সরকার (Indian government) মেহুল চোকসির নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য ক্রমাগত অ্যান্টিগা সরকারের (Antiguan authorities) উপর চাপ বাড়াচ্ছিল। এর জেরে আতঙ্কে ছিলেন মেহুল চোকসি নিজেই। অ্যান্টিগা সরকার তার নাগরিকত্ব কেড়ে নিলে সমস্যায় পড়তে পারেন ভেবেই পালিয়ে গিয়েছেন তিনি। এমনই মনে করছে সিবিআই।

The post অ্যান্টিগায় বেপাত্তা মেহুল চোকসি, যেতে পারেন কিউবায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SjB9vX

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages