
কলকাতা: সব কিছু ঠিকঠাক চললে কয়েক সপ্তাহের মধ্যেই ৫০টি বাইপ্যাপ (Bipap) মেশিন পৌঁছে যাচ্ছে কলকাতায় (Kolkata) । সূদূর আমেরিকায় বসে বাংলায় এই মেডিক্যাল সরঞ্জাম পাঠাচ্ছেন পদ্ম পুরস্কার প্রাপ্ত প্রবাসী বাঙালি স্বদেশ চট্টোপাধ্যায়। করোনা (Corona) -যুদ্ধে নিজের রাজ্যের পাশে দাঁড়াতে উন্মুখ কীর্তিমান এই বাঙালি। এর আগে আমফান (Amphan) -বিপর্যয়েও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সাহায্যের হাত বাড়িয়েছিলেন তিনি।
আদতে বাঁকুড়ার সোনামুখীর বাসিন্দা স্বদেশ চট্টোপাধ্যায় (Swadesh Chatterjee) । তবে বর্তমানে তিনি আমেরিকার উত্তর ক্যারোলিনায় (North Carolina) থাকেন। বিদেশে থাকলেও মাতৃভূমির প্রতি টানটা অটুট রয়ে গিয়েছে। বাংলায় কোনও বিপর্যয়ের খবর পেলেই আজও তাঁর মন কাঁদে। এর আগে আমফান বিপর্যয়েও সাহায্যের হাত বাড়িয়েছিলেন পদ্ম পুরস্কার বিজয়ী এই বাঙালি। এই মুহূর্তে করোনার সেকেন্ড ওয়েভ চলছে দেশে। মারণ ভাইরাসের সংক্রমণে ত্রস্ত বাংলা। কার্যত লকডাউনের (Lockdown) চেহারা বাংলা জুড়ে। এরাজ্যে থাকা কিছু বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের মুখ থেকে করোনা পরিস্থিতির কথা শুনেছেন স্বদেশ চট্টোপাধ্যায়। মিডিয়াগুলিতে বাংলার করোনা পরিস্থিতির খবর দেখেছেন।
করোনা মোকাবিলায় রাজ্যের পাশে দাঁড়াতে চান এই প্রবাসী বাঙালি। সূদূর আমেরিকা থেকে তাই বাংলায় পাঠাচ্ছেন ৫০টি বাইপ্যাপ। সংকটজনক করোনা রোগীদের এই মেশিনের সাহায্যে চিকিৎসা করা হয়। সর্বভারতীয় সংবাদসংস্থা টাইমস অফ ইন্ডিয়াকে ইমেলে স্বদেশ চট্টোপাধ্যায় বলেছেন, ‘‘দূরে থাকলেও সবসময় বাংলার সঙ্গে যোগাযোগ রাখি। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের খবর নিই। বাংলাতেও করোনা মারাত্মক আকার নিয়েছে শোনার পরই মনে কিছু করার তাগিদ জন্মায়। আজ আমি যা কিছু পেয়েছি, সবই মাতৃভূমির জন্য। যদিও এখন আমি বাংলায় নেই, কিন্তু বাংলা ও ভারত সব সময় আমার মনের সঙ্গে থাকে।’’
এদিকে, বাংলায় করোনাগ্রাফ নিম্নমুখী। রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত ১১ হাজার ২৮৪ জন। আগের দিন সংখ্যাটা ছিল ১১ হাজারের ঘরেই। একদিনে করোনায় মৃত্যু হয়েছে রাজ্যের ১৪২ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে করে ঘরে ফিরেছেন ১৮, ৬৪২ জন। রাজ্যে একসময় করোনা সংক্রমণ পৌঁছে গিয়েছিল প্রায় দৈনিক ২১ হাজারে। কিন্তু ধীরে ধীরে সেই গ্রাফ ক্রমশ নিম্নমুখী হয়েছে৷ রাজ্যে লকডাউন কার্যকর হওয়ার পর করোনা সংক্রমণে আরও লাগাম পড়েছে৷ গত একসপ্তাহে অনেকটাই করেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা৷
The post করোনা-যুদ্ধে বাংলার পাশে পদ্ম সম্মান বিজয়ী প্রবাসী বাঙালি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34DLh5r
No comments:
Post a Comment