জ্বালানির দাম উর্ধ্বমুখী, তবু সস্তা বাজার দর - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 5, 2021

জ্বালানির দাম উর্ধ্বমুখী, তবু সস্তা বাজার দর

কলকাতা : পেট্রোল ডিজেলের দাম প্রায় দু মাস বাদে বেড়েছে সঙ্গে লকডাউনের ভ্রূকুটি। এসবের মাঝেও এখনও পকেটসই রয়েছে বাজার। জানা যাচ্ছে, দাম আরও কিছুটা কমেছে। বাজার যাওয়ার আগে জেনে নিন বুধবার পাইকারি ও খুচরো বাজার দর

জ্যোতি আলু– ১৫ টাকা প্রতিকিলো, চন্দ্রমুখী আলু – ১৮-২০ টাকা প্রতিকিলো, পিঁয়াজ– ৫০ টাকা প্রতিকিলো, রসুন – ২০০ টাকা প্রতিকিলো,আদা– ৮০ – ১২০ টাকা প্রতিকিলো,নতুন আদা – ১০০–১৪০ টাকা প্রতিকিলো, পটল– ২০ টাকা প্রতিকিলো, ঢ্যাঁড়শ– ২০ টাকা প্রতিকিলো, কুমড়ো– ২০ টাকা প্রতিকিলো, উচ্ছে– ৫০ টাকা প্রতিকিলো, ঝিঙে– ২০-২৫ টাকা প্রতিকিলো, বেগুন – ২০-৩০টাকা প্রতিকিলো, টমেটো– ২৫ টাকা প্রতিকিলো, লঙ্কা–৫০ টাকা প্রতিকিলো, বিট– ৩৫ –৪০ টাকা প্রতিকিলো, গাজর– ৪০ –৫০ টাকা প্রতিকিলো, বাধা কপি– ৪০ টাকা প্রতিকিলো, ফুল কপি প্রতি পিস ২৫-৩০ টাকা,বরবটি – ৪০-৫০ টাকা প্রতিকিলো, করলা– ৫০–৬০প্রতিকিলো, লাউ – ১৫–২০টাকা প্রতিকিলো৷ পেপে – ৩০-৪০ টাকা প্রতিকিলো, এঁচড় – ৫০ টাকা প্রতি কিলো। মোচা – ১৫-২৫ টাকা প্রতি পিস। ওল – ৪০ টাকা প্রতি কিলো। আম (কাঁচা) – ২০ টাকা প্রতি কিলো। পাতি লেবু – ৫-৬ টাকা প্রতি পিস।

মাছ: প্রতিকেজি রুই (গোটা) ১৬০-২০০ টাকা। রুই (কাটা) ২০০-২২০ টাকা, কাতলা (গোটা) ২৫০ টাকা, কাতলা (কাটা) ৩০০ টাকা, বাটা-১৬০টাকা, ভেটকি ৩৫০-৪০০ টাকা, গলদা চিংড়ি ৫০০ টাকা, বাগদা ৬০০-৭০০ টাকা,

মাংস: মুরগি –১৬০ টাকা কিলো। পাঁঠা – ৭০০-৭৫০ টাকা প্রতি কিলো

পাইকারি বাজারে- জ্যোতি আলু– ১০-১১ টাকা প্রতিকিলো,নতুন আলু – ১৩ টাকা প্রতিকিলো, পেঁয়াজ- ১৫-২৫ টাকা প্রতিকিলো,আদা – ৫০ টাকা প্রতিকিলো,গাজর – ৫০ প্রতিকিলো, কুমড়ো– ৬-৮ টাকা প্রতিকিলো, ফুল কপি প্রতি পিস ১৫-২০ টাকা,বাধা কপি ১৫-২০ টাকা প্রতিকিলো, টমেটো ২০- ৩০ টাকা প্রতিকিলো, বেগুন ১৫-২০ টাকা প্রতিকিলো,

বেশি ফলনের জেরে জ্বালানির উর্ধমুখী দাম বাজারে প্রভাব ফেলেনি। ৪ মে দিল্লিতে পেট্রোলের দাম হল ৯০.৫৫ টাকা। যা আগে ছিল ৯০.৪০ টাকা। দাম বেড়েছে ১৫ পয়সা। ডিজেলের দাম ৮০.৯১ টাকা। ছিল ৮০.৭৩ টাকা। দাম বেড়েছে ১৮ পয়সা। মুম্বইয়ে পেট্রোলের দাম ৯৬.৮৩ থেকে ১২ পয়সা বেড়ে হয়েছে ৯৬.৯৫ টাকা। ডিজেলের দাম হয়েছে ৮৭.৯৮ টাকা। দাম ছিল ৮৭.৮১ টাকা। দাম বেড়েছে ১৭ পয়সা। চেন্নাইয়ে পেট্রোলের দাম ৯২.৫৫ টাকা। দাম ছিল ৯২.৪৩ টাকা। দাম বেড়েছে ১২ পয়সা। চেন্নাইয়ে পেট্রোলের দাম ৮৫.৭৫ টাকা ছিল। দাম বেড়ে হল ৮৫.৯০ টাকা। দাম বেড়েছে ১৫ পয়সা।

কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে, ৯০.৭৬ টাকা। দাম ছিল ৯০.৬২ টাকা। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ১৪ পয়সা। ডিজেলের দাম ৮৩.৭৮ পয়সা। দাম ছিল ৮৩.৬১ টাকা। দাম বেড়েছে ১৭ পয়সা।

The post জ্বালানির দাম উর্ধ্বমুখী, তবু সস্তা বাজার দর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3tklTM3

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages