হিন্দুরা তওবা করো, কলমা পরে মুসলিম হয়ে যাও! মাইক হাতে হুমকি মৌলবির! ভাইরাল হল ভিডিও - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 6, 2021

হিন্দুরা তওবা করো, কলমা পরে মুসলিম হয়ে যাও! মাইক হাতে হুমকি মৌলবির! ভাইরাল হল ভিডিও


ঢাকাঃ উত্তর প্রদেশের গাজিয়াবাদের শিবশক্তি পীঠের মহন্ত নরসিংহানন্দ সরস্বতীর বিরুদ্ধে বাংলাদেশের এক কট্টরপন্থী মৌলবির ভিডিও সামনে এসেছে। জার্নালিস্ট স্বাতী গোয়েল শর্মা একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন যে এই ভিডিও বাংলাদেশের। উনি কটাক্ষ করে লিখেছেন, এটা ভারতের জন্য বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ বার্তা।

ভিডিওতে শয়ে শয়ে মানুষকে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শনে সামিল হতে দেখা গিয়েছে। আর তাঁদের নেতৃত্বে একজন মৌলানাকে মাইক হাতে প্রচার করতে দেখা গিয়েছে।

মৌলানাকে বলতে শোনা গিয়েছে যে, ‘আমরা এটা বলার জন্য একত্রিত হয়েছি যে, ভারতের একজন পণ্ডিত  আমাদের আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন। আমি বলতে চাই, আমরা ২ কোটি মুসলমান আল্লাহর সম্মান রক্ষার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। গোটা বিশ্বের মুসলিমরা সবকিছু মেনে নেবে, কিন্তু আল্লাহর নামে কটূক্তি মানবে না।”

ওই মৌলবি আরও বলেন, ‘আমরা ভারত সরকারকে বলছি, এটা শুধু আমরা না গোটা বিশ্বের মানুষ বলছে। আজ যেভাবে আপনাদের দেশে করোনার কারণে মানুষ মরছে, শ্মশানে চিতা জ্বালানোর জায়গা মিলছে না, সেটার জন্য শুধু হিন্দুত্ব দায়ী। আল্লাহর সম্মানহানীর জন্যই এই কাজ হচ্ছে।”

একজন মৌলবিকে এটাও বলতে শোনা গিয়েছে যে, এখনও সময় আছে হিন্দুরা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিক। মৌলবি বলে, ‘যদি এমন না করা হয়, তাহলে তোমাদের দেহ চিতায় জ্বালানো হবেনা আর। তোমাদের দেহ কাক, চিল ঠুকরে ঠুকরে খাবে। আমি তোমাদের কলমা পরে মুসলিম হয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যদি মুক্তি চাও, তাহলে ইসলাম কবুল করে নাও।”



from India Rag https://ift.tt/3uoMN6W

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages