এক পায়েই গোলের বন্যা! ফের মানুষের রায় মমতা - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, May 2, 2021

এক পায়েই গোলের বন্যা! ফের মানুষের রায় মমতা


এত জনসভা, রোড শো, কেন্দ্রীয় মন্ত্রীদের লম্বা চওড়া ভাষণ সবকিছুর বৃথা গেল। আপাতত হিসেব যা বলছে বাংলায় ক্ষমতায় আসছে। ২০০ টির ও বেশি আসনে আপাতত এগিয়ে তৃণমূল ফলে স্বাভাবিকভাবেই পরিষ্কার যে বাংলার মানুষের রায় দিদির পক্ষেই।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই অন্তত একুশ সালে আস্থা রাখছে সাধারণ মানুষ। বিজেপির প্রতিটি সভায় লোকজনের জমায়েত এবং লোকসভা ভোটের রেজাল্ট দেখে উৎসাহিত হয়েছিলেন অনেকেই। তবে আরো একবার প্রমাণ হয়ে গেল নরেন্দ্র মোদি এবং অমিত শাহের মুখ কোন কাজে দিলনা বিধানসভা নির্বাচনে।

আসন সংখ্যা বাড়লেও তেমন কোন মোক্ষম কামড় বসাতে পারেনি বিজেপি। প্রশান্ত কিশোর অবশ্য আগেই বলেছিলেন দুই অংকের গন্ডি পেরোতে পারবেনা বিজেপি তার সেই কথাই যেন ফলছে অক্ষরে অক্ষরে।

The post এক পায়েই গোলের বন্যা! ফের মানুষের রায় মমতা appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/3aVuuhP

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages