বাড়লো লকডাউনের মেয়াদ, নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, May 28, 2021

বাড়লো লকডাউনের মেয়াদ, নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর


আগামী ১৬ দিনের জন্য আবার লকডাউন ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে লকডাউন জারি করার ফলে দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে বলে এমন সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০,০০০ থেকে ১৬,০০০ এ নেমে এসেছে দৈনিক আক্রান্তের সংখ্যা আর একারণেই লকডাউনের সময়সীমা বেড়েছে।

আগামী ১৫ই জুন অবধি লকডাউন থাকবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি এটিকে লকডাউন না বলে বিধিনিষেধ বলার পক্ষপাতী।

মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমরা একে লকডাউন বলছি না। আমরা বলছি বিধিনিষেধ। এর আগে যা যা বিধিনিষেধ ছিল, সেগুলিই বজায় থাকবে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কেউ বাইরে বেরোবেন না। বাজার, মিষ্টির দোকান, শাড়ি, গয়নার দোকান যে রকম নিয়ম মেনে খুলছিল সে রকমই খুলবে। শুধু জুটমিলে কর্মীর সংখ্যা ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। সেই সঙ্গে নির্মাণ কাজে যুক্ত শ্রমিকদের টিকা নেওয়া হয়ে গেলে তাঁরা কাজ করতে পারবেন।’

The post বাড়লো লকডাউনের মেয়াদ, নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/34lPmLI

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages