
মঙ্গলবার সকালেই আরো একবার অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রক্তে অক্সিজেনের মাত্রা নামলো ৮৬তে যা স্বাভাবিক হল ৯০। সিওপিডির সমস্যা তার দীর্ঘদিনের। এর মধ্যেই আক্রান্ত হয়ে যান করোনায় যার ফলে দুশ্চিন্তায় পার্টির কর্মচারী থেকে শুরু করে রাজ্যের বহু মানুষ। তবে হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে রাজি হননি বুদ্ধবাবু। তাই এতদিন বাড়িতেই সবরকম ব্যবস্থা করে চলছিল চিকিৎসা।
বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যও আক্রান্ত হয়েছিলেন করোনায় তবে গতকাল হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। তবে এবার আর বাড়িতে রাখা ঠিক মনে করছেন না চিকিৎসকরা। তাই একটি বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তাছাড়া ইয়াসের জেরে যদি বিদ্যুৎ ব্যবস্থা ব্যাহত হয় তাহলে বাড়িতে চিকিৎসা করা মুশকিল।
আপাতত বিদ্যুৎ সমস্যা শোনার পর হাসপাতালে যেতে রাজি হয়েছেন বুদ্ধবাবু। তাকে দ্রুত হাসপাতালের অধীনে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এবং দলীয় কর্মীরা খবর শোনার পরেই কেউ কেউ পৌঁছে গেছেন আলিপুরে।
The post হঠাৎ শারীরিক অবনতি বুদ্ধবাবুর, কমলো অক্সিজেনের মাত্রা appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/3ff0Mai
No comments:
Post a Comment