দিনভর টানটান উত্তেজনার পর অবশেষে নন্দীগ্রামে জয়ের হাসি হাসলেন শুভেন্দু অধিকারী। ১৯৫৬ ভোটে তিনি হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সকাল থেকে অনেক হাজার ভোটে এগিয়ে ছিলেন তিনি তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসছিল দূরত্ব। এর পরেই ঝড় বৃষ্টিতে থেমে যায় গণনা।
ঝড় বৃষ্টির জন্য কিছুক্ষণ সার্ভারে সমস্যা হয় এবং গণনাকেন্দ্র থেকে থেকে জানিয়ে দেওয়া হয় জিতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই রাজ্য জুড়ে শুরু হয়ে যায় তৃণমূল কর্মীদের উল্লাস। বাংলার আকাশে দেখা যায় সবুজ আবিরের মেলা। তবে এরপরেই আবার খবর আসে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, জিতেছেন শুভেন্দু অধিকারী। ফলে স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন গণনাকেন্দ্রে ভোট লুঠ হয়েছে এবং এই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে যাবেন।
তবে রিটার্নিং অফিসার অবশ্য জানিয়ে দিয়েছেন এটাই হল রেজাল্ট এবং আর কোন পুনর্গণনা হবেনা বলেই তিনি জানিয়েছেন। ফলে কমিশনের রায়ে অন্তিম সিধান্ত হল নিন্দিগ্রামে দাদার পক্ষে।
The post নন্দীগ্রামে শুভেন্দুরই জয়, জানিয়ে দিল কমিশন appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/3ecttEb
No comments:
Post a Comment