দৃঢ় হচ্ছে সম্পর্কের ভিত, ভারতকে ‘গুরুত্বপূর্ণ পার্টনার’ ঘোষণা ব্রিটিশ হাইকমিশনারের - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 3, 2021

দৃঢ় হচ্ছে সম্পর্কের ভিত, ভারতকে ‘গুরুত্বপূর্ণ পার্টনার’ ঘোষণা ব্রিটিশ হাইকমিশনারের

লন্ডন : ক্রমশ সম্পর্কের ভিত মজবুত হচ্ছে ভারত-ব্রিটেনের। পরপর দুবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর বাতিল হলেও মঙ্গলবার মোদীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসবেন তিনি। বর্তমান করোনা পরিস্থিতি সহ একাধিক আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।

তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি বৈঠকের কথা ঘোষণার মাঝেই এবার ভারতকে অন্যতম গুরুত্বপূর্ণ পার্টনার বলে অভিহিত করলেন যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালেক্স এলিস।

রবিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিস জানান, ভারতের সঙ্গে ববন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সবসময় বদ্ধপরিকর ব্রিটেন। এছাড়াও বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্রিটেন সবরকম ভাবে ভারতকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে। ভারতের করোনা সংক্রমণ রুখতে অতিদ্রুত কাজ করছে বরিস প্রশাসনও।

এছাড়াও তিনি আরও জানান, ভারতের করোনা পরিস্থিতি মোকাবিলায় সেদেশের অক্সিজেনের সমস্যা মেটাতে ব্রিটিশ সরকারের তরফে গত ২৭ এপ্রিল ২০০ টি ভেন্টিলেটর, ৪৯৫ টিঅক্সিজেন কন্সেন্ট্রটর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মেডিক্যাল পণ্য ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেগুলি এতক্ষণে ভারতের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হয়ে গিয়েছে।

শুধু তাই নয়, খুব শীঘ্রই আরও ১০০০ ভেন্টিলেটর ও অন্যান্য মেডিক্যাল সরঞ্জাম ভারতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে করেনার সেকেন্ড ওয়েভ ঠেকাতে ভারতকে সবরকম ভাবে সহযোগিতা করার জন্য লন্ডন সরাসরি ভারতীয় হাইকমিশনের সঙ্গে একযোগে কাজ করে চলেছে। ব্রিটেনে অবস্থিত বিভিন্ন প্রবাসী ভারতীয়রাও করোনা পরিস্থিতিতে দেশকে সহযোগীতা করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, মানুষকে স্বস্তি দিয়ে রবিবার কিছুটা কমেছিল করোনা সংক্রমণ। সোমবারও সেই জের অব্যাহত রইল। এদিন রবিবারের রিপোর্টের তুলনাতেও কমল করোনা সংক্রমণ। আক্রন্তের সংখ্যা নেমে এসেছে ৩ লক্ষ ৬৮ হাজারে। পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭ জন। গত কয়েকদিন যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছিল সংক্রমণ, এদিনের সংখ্যা তার চেয়ে কিছুটা কম। রবিবারের তুলনায় কমেছে একদিনে মৃত্যুর সংখ্যাও। সোমবারের রিপোর্ট বলছে মৃতের সংখ্যা সাড়ে তিন হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪১৭ জনের। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৯ লক্ষ ২৫ হাজার ৬০৪ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ১৮ হাজার ৯৫৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৭৩২ জন। আক্রান্তের পাশাপাশি সুস্থতার সংখ্যা বাড়ায় খানিকটা স্বস্তি ফিরেছে। বর্তমানে দেশের মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৪ লক্ষ ১৩ হাজার ৬৪২। দেশে এখনও পর্যন্ত সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১ কোটি ৬২ লক্ষ ৯৩হাজার ৩ জন। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন মোট ১৫ কোটি ৭১ লক্ষ ৯৮ হাজার ২০৭ জন।

The post দৃঢ় হচ্ছে সম্পর্কের ভিত, ভারতকে ‘গুরুত্বপূর্ণ পার্টনার’ ঘোষণা ব্রিটিশ হাইকমিশনারের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2POwKQU

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages