নির্দিষ্ট সময়ের আগেই ইংল্যান্ড উড়ে যেতে পারেন বিরাটরা - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, May 7, 2021

নির্দিষ্ট সময়ের আগেই ইংল্যান্ড উড়ে যেতে পারেন বিরাটরা

মুম্বই: করোনার কারণে মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছে আইপিএলের চতুর্দশ সংস্করণ৷ ফলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য আগেই ইংল্যান্ড উড়ে যেতে পারেন ভারতীয় ক্রিকেটাররা৷ ১৮ জুন থেকে ইংল্যান্ডের সাউদাম্পটনে হবে প্রথম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল৷ প্রথম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড৷

জুনের প্রথম সপ্তাহেই ইংল্যান্ড উড়ে যেতে পারে ভারতীয় দল৷ করোনা অতিমারীর কারণে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ভারতের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে ইংল্যান্ড৷ নিউজিল্যান্ড ক্রিকেটারদের আইপিএল শেষে চাটার্ড বিমানে ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা ছিল৷ কিন্তু মাঝপথে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় কেন উইলিয়ামসনদেরও প্ল্যান বদলাতে হচ্ছে৷

ভারত ও নিউজিল্যান্ড ক্রিকেটারদের ইংল্যান্ড উড়ে যাওয়া নিয়ে আইসিসি ব্রিটিশ সরকার এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলছে৷ ভারতে করোনা ভয়াবহ আকার ধারণ করায় ২৩ এপ্রিল থেকে ভারতীয়দের দেশে ঢোকা বন্ধ করে দিয়েছে ব্রিটিশ সরকার৷ শুধু তাই নয়, ভারত থেকে যাওয়া অন্য বিদেশি নাগরিকদেরও দেশে ঢোকার আগে সরকার নির্দিষ্ট কোয়ারেন্টাইন হোটেলে থাকা বাধ্যতামূলক করেছে ইংল্যান্ড৷

ভারত টেস্ট চ্যাম্পিনয়নশিপ ফাইনাল ছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে৷ সেই কারণে দ্রুত পুরো ভারতীয় দল বেছে নিতে চাইছে বিসিসিআই৷ বুধবারই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ২০ সদস্যের দল বেছে নিয়েছে নিউজিল্যান্ড৷ ভারত ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ব্রিটিশ সরকারের সঙ্গে এ ব্যাপারে কথা বলছে৷ ক্রিকেটারদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ এই সময়ে ভারতীয় ক্রিকেটারদের প্র্যাকটিসের সুযোগ করে দেওয়া যায় কিনা, সে ব্যাপারেও কথা হচ্ছে৷ গত বছর করোনা আবহে ইংল্যান্ড গিয়ে টেস্ট সিরিজ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান৷

ইংল্যান্ড সফরে বিরাটদের সূচি

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ১৮ জুন সাউদাম্পটন

প্রথম টেস্ট- ৪ অগস্ট, নটিংহ্যাম

দ্বিতীয় টেস্ট – ১২ অগস্ট, লন্ডন

তৃতীয় টেস্ট – ২৫ অগস্ট, লিডস

চতুর্থ টেস্ট- ২ সেপ্টেম্বর, লন্ডন

পঞ্চম টেস্ট- ১০ সেপ্টেম্বর, ম্যাঞ্চেস্টার

The post নির্দিষ্ট সময়ের আগেই ইংল্যান্ড উড়ে যেতে পারেন বিরাটরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3tmInfp

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages