৪৫-এর ঊর্ধ্বে টিকাকরণে শীর্ষে জম্মু ও কাশ্মীর - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 29, 2021

৪৫-এর ঊর্ধ্বে টিকাকরণে শীর্ষে জম্মু ও কাশ্মীর

শ্রীনগর: করোনার (Corona) করাল থাবা উপত্যকাতেও। মারণ ভাইরাসের হাত থেকে পরিত্রাণ পেতে দেশের অন্য অংশের পাশাপাশি জম্মু ও কাশ্মীরেও (Jammu & Kashmir) চলছে টিকাকরণ (Vaccination) কর্মসূচি। ইতিমধ্যেই ভূস্বর্গে ৪৫ বছরের ঊর্ধ্বে (45+) থাকা ৬৭ শতাংশ নাগরিকেরই টিকাকরণ হয়ে গিয়েছে। ৪৫ হবছরের ঊর্ধ্বে থাকা নাগরিকদের টিকাকরণে দেশের মধ্যে এগিয়ে জম্মু ও কাশ্মীর।

গোটা দেশে ৪৫ বছরের ঊর্ধ্বে থাকা নাগরিকদের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ৪৪ শতাংশ নাগরিককে টিকাকরণের আওতায় আনা গিয়েছে। তবে জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে এই পরিসংখ্যান ৬৭%। ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের তিনটি জেলাতে ৪৫ বছরের ঊর্ধ্বে থাকা নাগরিকদের ১০০ শতাংশ টিকাকরণ হয়ে গিয়েছে।

করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কায় বেসামাল দেশ। সংক্রমণ এড়াতে বারবার টিকাকরণে জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা। সেই মতো কেন্দ্রীয় সরকারও (Central Govt) টিকাকরণে গতি আনতে জোরদার তৎপরতা নিয়েছে। রাজ্যে-রাজ্যে টিকাকরণ চলছে। দেশের অন্য অংশগুলির পাশাপাশি করোনার টিকাকরণ অভিযান চলছে জম্মু ও কাশ্মীরেও।

চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ভূস্বর্গে ৪৫ বছরের ঊর্ধ্বে থাকা নাগরিকদের (Citizen) ৬৭ শতাংশেরই টিকাকরণ হয়ে গিয়েছে। গোটা দেশেই যা রেকর্ড। ৪৫ বছরের ঊর্ধ্বে থাকা নাগরিকদের টিকাকরণে জাতীয় গড় যেখানে ৪৪ শতাংশ, সেখানে উপত্যকায় ৪৫-এর বেশি বয়সী ৬৭ শতাংশ নাগরিকেরই টিকাকরণ শেষ হয়েছে।

তবে জম্মু কাশ্মীরে করোনার টিকাকরণ প্রক্রিয়া মসৃণ গতিতে এগোনর পুরো কৃতিত্ব এখানকার সরকারি কর্তা থেকে শুরু করে একেবারে নীচু স্তরের সরকারি কর্মীর। পঞ্চায়েত (Panchayet) স্তর থেকে টিকাকরণের উপর জোরদার মনিটরিং চলছে। গ্রামে-গ্রামে ঘুরে চলছে টিকাকরণ অভিযান। এক্ষেত্রে ধর্মীয় গুরুদের সাহায্য নিচ্ছে প্রশাসন। সব নাগিরকই যাতে টিকা নেনে সেব্যাপারে তাঁদের আশ্বস্ত করছেন ধর্মীয় গুরুরা। প্রশাসনের সঙ্গে এক্ষেত্রে সমন্বয় রেখে চলছেন তাঁরা। জম্মু ও কাশ্মীরে করোনার টিকাকরণের পিছনে এলাকার ধর্মীয় গুরুদেরও অবদান অনস্বীকার্য।

জম্মু ও কাশ্মীরের জনসংখ্যা (Population) ১ কোটি ৪০ লক্ষ। ইতিমধ্যেই ৩১ লক্ষ ৪৫ হাজার ৬৩৯ জন করোনার টিকা (Vaccine) পেয়েছেন। ১ মে পর্যন্ত জম্মু ও কাশ্মীরের ২৩ লক্ষ ৭১ হাজার ৯৮৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। অর্থাৎ ১ মে থেকে ২৬ মে পর্যন্ত রাজ্যের আৎও ৮ লক্ষ মানুষকে করোার টিকা দেওয়া সম্ভব হয়েছে।

এদিকে, দেশের দৈনিক সংক্রমণের গতি নিম্নমুখী। শনিবার স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, একদিনে দেশে করোনা (Covid-19) আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৩ হাজার ৯২১ জন। যা শুক্রবারের থেকে কম। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ লক্ষ ৮৬ হাজার ৩৬৪ জন। একদিনে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬১৭ জনের। গতকালের তুলনায় কিছুটা কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গতকাল মারণ ভাইরাসের বলি হয়েছিলেন ৩ হাজার ৬৬০ জন।

The post ৪৫-এর ঊর্ধ্বে টিকাকরণে শীর্ষে জম্মু ও কাশ্মীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3p7Y4qn

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages