একুশের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হবে আজ। দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী এবং একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব ধর্ণা দিয়ে পড়েছিলেন রাজ্যে। তাদের সভা, রোড শো, র্যালি সবকিছুই নজর কেড়েছে মানুষের। অন্যদিকে কম যায়নি তৃণমূলও।
তবে এবার রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্র গুলির মধ্যে উল্লেখযোগ্য হল নন্দীগ্রাম। একটি আগেই এগিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার পিছিয়ে গেলেন। প্রায় আট হাজার ভোটে এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী।
অন্তিম ফলাফল কি হবে তা এখনই বলা মুশকিল তবে রাজ্যবাসীর চোখ অবশ্যই থাকবে এই আসনের দিকে।
The post কত ভোটে এগিয়ে গেলেন শুভেন্দু? জানুন ক্লিক করে appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/3gUsUkn
No comments:
Post a Comment