
ঘূর্ণিঝড় পরবর্তী বৃষ্টিতে ভিজছে বাংলা। ভ্যাপসা গরমের থেকে কিছুটা হলেও মিলেছে স্বস্তি। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টিও হয়েছে মুষলধারে তার সাথে ৩০-৪০ কিমি বেগে বইছে ঝোড়ো হাওয়া।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, বীরভূম-সহ প্রায় গোটা রাজ্যে। উত্তরের জেলাগুলিও বৃষ্টিতে ভিজতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও মালদহেও বৃষ্টির সম্ভাবনা।
আগামী বেশ কিছুদিন এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামীকাল থেকে কেরলে ঢুকবে বর্ষা। তারপর ধীরে ধীরে বাংলাতেও প্রবেশ করবে। সময়ের আগে আসার কারনে এবারে ভালো বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
The post আগামী কয়েকদিন এমনই থাকবে রাজ্যের আবহাওয়া, জানালো হাওয়া অফিস appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/3uBuLxE
No comments:
Post a Comment