মাথাভাঙাঃ কোচবিহারে মাথাভাঙা গণনা কেন্দ্রের বাইরে সাতসকালে উদ্ধার হল তাজা বোমা। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বলে রাখি, মাথাভাঙার এই গণনা কেন্দ্রেই শীতলকুচির বিধানসভা কেন্দ্রের গণনা হবে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে।
জানিয়ে দিই, শীতলকুচি কেন্দ্রে ভোট গ্রহণের দিন চরম উত্তেজনা ছড়ায়। সকাল বেলায় ভোটের লাইনে দাঁড়িয়ে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারায় ১৮ বছর বয়সী এক ভোটার। এরপর সকাল ১০টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ফেলতে গিয়ে বাহিনীর গুলিতে প্রাণ হারান চারজন গ্রামবাসী। এরপর রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর এবার ভোট গণনার দিন তাজা বোমা উদ্ধার হওয়ায় আবারও নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
সকালে পুলিশ গিয়ে ওই বোমা উদ্ধার করেছে বলে জানা যায়। প্রাপ্ত খবর অনুযায়ী, তৃণমূল কর্মী এক্রামুল হকের বাড়ির সামনে পড়েছিল ওই তাজা বোমা। এলাকার মানুষ প্রথমে ওই বোমা দেখতে পারে, এরপর তাঁরা পুলিশকে খবর দেয়। ঘটনার সঙ্গে জড়িত কারা তা নিয়ে রহস্য রয়েছে।
স্থানীয়দের দাবি, এলাকায় সন্ত্রাসের আবহ সৃষ্টি করতেই এই কাজ করা হয়েছে। তৃণমূল অভিযোগ করে বলেছে যে, ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে। যদিও বিজেপি নেতৃত্ব সমস্ত অভিযোগ খারিজ করে বলছে, তৃণমূলের লোকেরাই এই কাজ করেছে।
from India Rag https://ift.tt/3xErAIe
No comments:
Post a Comment