প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 5, 2021

প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি

ম্যাঞ্চেস্টার: ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯ টানা তিনটি মরশুম কোয়ার্টার থেকে বিদায়। চ্যাম্পিয়ন্স লিগে শেষ আট যেন শক্ত গাঁট হয়ে রয়ে গিয়েছিল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটির জন্য। চলতি মরশুমে সেই শক্ত গাঁট পেরনো গিয়েছিল আগেই। আর মঙ্গলবার সেমিফাইনাল জিতে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড জায়ান্টরা। সিটিকে ফাইনালে তুলে এক দশক বাদে আবার ইউরোপ সেরা প্রতিযোগীতার ফাইনালে পেপ গুয়ার্দিওলা।

পার্ক দি প্রিন্সেস স্টেডিয়ামে গত সপ্তাহে পিছিয়ে পড়েও ২-১ জয় সিটির ফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলেছিল। আর প্যারিসের ঘরের মাঠে ফ্রি-কিক থেকে দলকে কাঙ্খিত জয় এনে দেওয়া রিয়াদ মাহরেজ যেন সিটির মহারাজ হয়ে দেখা দিলেন ইতিহাদে। আলজিরিয়ান তারকার জোড়া গোলেই এগ্রিগেটে প্যারিস সা জাঁ-কে ৪-১ গোলে ধরাশায়ী করে ফাইনালের টিকিট পেয়ে গেল ম্যান সিটি। ম্যাচের শুরুতেই এদিন নাটক ইতিহাদে। ম্যাচের সাত মিনিটে বক্সের মধ্যে জিনচেঙ্কোর হ্যান্ডবলের কারণে পেনাল্টি আদায় করে নেয় গতবারের ফাইনালিস্টরা।

কিন্তু ভিএআরে দেখা যায় ওটা কোনওভাবেই হ্যান্ডবল নয়। স্বাভাবিকভাবেই পিএসজি’র পেনাল্টি নাকচ হয়। চার মিনিট বাদেই গোল মাহরেজের। বক্সের মধ্যে কেভিন দি ব্রুয়েনার শট পিএসজি’র এক ডিফেন্ডারের পায়ে লেগে প্রতিহত হলে মাহরেজ সেই বল ধরে স্কোরলাইন ১-০ করেন। তবে অবশ্যই গোলটির পিছনে সিটি গোলরক্ষক এডেরসনের ৬০ গজের লম্বা পাস চর্চার শিরোনামে। তুষারস্নাত ইতিহাদে দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে ফিল ফডেনের ক্রস থেকে নিজের এবং দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আলজিরিয়ান। প্রতি আক্রমণ থেকে দ্বিতীয় গোলটি আসে স্কাই ব্লজ’দের।

এমবাপেহীন পিএসজি’র আক্রমণভাগ এদিন হুল ফোটাতে পারেনি জন স্টোনস, রুবেন ডায়াসদের সামনে। নেইমাররা বক্সে বল ধরলেই সামনে পৌঁছে গিয়েছেন সিটির ব্যাক-ফোর। এরইমধ্যে মার্কুইহোসের একটি হেড ক্রসবারে প্রতিহত হয়। গোললাইন ছেড়ে এডেরসন বাইরে থাকা অবস্থায় দি মারিয়ার ২০ গজের একটি শট অন-টার্গেট থাকলে বিপদ ছিল সিটির। এরকম বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে সেমিফাইনালে আধিপত্য নিয়েই ফাইনালের টিকিট জোগাড় করে নিল সিটি। সিটির দ্বিতীয় গোলের পর আবার লাল কার্ড দেখে মাঠে ছাড়তে হয় দি মারিয়াকে।

সিটিকে ফাইনালে তুলে পেপের গলায় জো হার্ট, পাবলো জাবালেতা, ভিনসেন্ট কোম্পানি, দাভিদ সিলভাদের প্রশংসা। পেপ বলেন, ওরাই আজ সিটিকে এই জায়গায় পৌঁছতে সাহায্য করেছে। ওদের ছাড়া এখানে পৌঁছনো সম্ভব ছিল না। এটা দলের জন্য বিরাট জয়, জানিয়েছেন পেপ।

The post প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3uq6X0k

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages