দুর্বল হয়েও প্রবল বৃষ্টিতে ভাসাল ইয়াস, বন্যার আশঙ্কা বৈতরণীতে - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, May 28, 2021

দুর্বল হয়েও প্রবল বৃষ্টিতে ভাসাল ইয়াস, বন্যার আশঙ্কা বৈতরণীতে

রাঁচি: ওডিশায় (Odisha) তাণ্ডব চালিয়ে ঝাড়খণ্ডে (Jharkhand) প্রবেশ করেছিল অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস (Yaas)। কিন্তু ততক্ষণে তা শক্তি হারাতে শুরু করে। ক্রমে পরিণত হয় সাধারণ নিম্নচাপে। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত দাপট দেখিয়েছে সে। প্রবল বৃষ্টিতে ভাসিয়েছে ঝাড়খণ্ডের একাধিক এলাকা। বৃষ্টিতে ভেসেছে ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের (West Bengal) একাধিক জেলাও।

ইয়াসের প্রভাবে ভেঙেছে একাধিক সেতু। অনেকেরই মাটির বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু কৃষিজমি। চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন ভি কে যাদব (V K Yadav) জানিয়েছেন, সুন্দরবনের (Sundarban) কাছে বন বিভাগের প্রায় ৪০টি প্রোটেকশন ক্যাম্প ভেসে গিয়েছে। বন বিভাগের রিপোর্ট অনুযায়ী, পাখিপাড়া, মইপীঠ, নালগোরা বিট, রায়দিঘি রেঞ্জে আশ্রয় নিয়েছে বাঘ (Tiger)। ঝাড়খণ্ডে কাঞ্চি নদীর উপর সেতু ভেঙে গিয়েছে। এই সেতু বুন্দু ও রাঁচির কাছে তামরের মধ্যে তামরের মধ্যে যোগাযোগ রক্ষা করত। এর ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অতি বৃষ্টিতে নদীতে প্লাবন হয়। ফলে ক্ষতিগ্রস্ত হয় বহু আদিবাসী এলাকা। ওডিশায় স্পেশ্যাল রিলিফ কমিশনার (SRC) পি কে জেনা বলেছেন, বৈতরণী নদীতে বন্যার সম্ভাবনা রয়েছে। ফলে ভদ্রক, জয়পুর ও কেন্দ্রপাড়ার তিনটি বড় জেলা ক্ষতিগ্রস্ত হতে পারে। আনন্দপুরে জলস্তর বিপদসীমার উপরে উঠে গিয়েছে। এখানে জলস্তর ৩৮.৪ মিটারের পরিবর্তে রয়েছে ৩৯ মিটারে। বিপদসীমার উপর দিয়ে বইছে কেন্দ্রপাড়ার জলস্তরও। ১৭.৮ মিটারের জায়গায় জলস্তর রয়েছে ১৭.৯ মিটার। শুক্রবার পর্যন্ত জলস্তর বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

উপকূলরক্ষী বাহিনী এখনও উদ্ধারকাজ চালাচ্ছে। মাছ ধরার নৌকাগুলি সব ফিরেছে কিনা, তাও খোঁজ নেওয়া হচ্ছে। বর্তমানে মোট ১১৩টি উদ্ধারকারী দল কাজ করছে বিভিন্ন এলাকায়। ঝড়ে আটকে যাওয়া বহু মানুষকে উদ্ধার করতে সমর্থ হয়েছে ভারতীয় সেনা (Army)। পশ্চিম উপকূলে কিছুদিন আগেই আছড়ে পড়েছিল সাইক্লোন তউকতে (Tauktae)। এখনও সেখানে ৮১ জন নিখোঁজ। ১৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেদিক থেকে ইয়াস মোকাবিলা অনেকটাই সাফল্যের সঙ্গে করা সম্ভব হয়েছে।

The post দুর্বল হয়েও প্রবল বৃষ্টিতে ভাসাল ইয়াস, বন্যার আশঙ্কা বৈতরণীতে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3vvwzcC

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages