আকাশচুম্বী পেট্রোল-ডিজেলের মূল্য, জানুন কলকাতা সহ মেট্রো শহরের দাম - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, May 7, 2021

আকাশচুম্বী পেট্রোল-ডিজেলের মূল্য, জানুন কলকাতা সহ মেট্রো শহরের দাম

কলকাতাঃ ভোটের আবহে সাময়িক স্বস্তি মিললেও, ফের মধ্যবিত্তের মাথায় হাত। পরপর চার দিন ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম। দেশের পাঁচ রাজ্যে ভোটপর্ব মিটতেই ১৭ দিন পর মঙ্গলবারই এই মূল্যবৃদ্ধির সূত্রপাত। আন্তর্জাতিক বাজারে পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির জেরেই  পেট্রোল-ডিজেলের দাম বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছিল তেল সংস্থাগুলির তরফে। সেই রেশ চলে শুক্রবার পর্যন্ত।

দেশের একাধিক মেট্রো শহরে পেট্রোল-ডিজেলের মূল্য একলাফে বৃদ্ধি পায় ২৮-৩১ পয়সা। বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে ডিজেলের দাম ছিল ৮১ টাকা ৪২ পয়সা। বৃহস্পতিবার সেই দাম বেড়ে দাঁড়াল ৮১ টাকা ৭৩ পয়সা। আর লিটারপ্রতি পেট্রোলের দাম  বেড়ে দাঁড়াল ৯১ টাকা ২৭ পয়সা।

বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম ছিল  ৯১ টাকা ১৪ পয়সা। বৃহস্পতিবার সেই দাম  বেড়ে দাঁড়াল ৯১ টাকা ৪১ পয়সা । সঙ্গে কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম বাড়ল ৩১ পয়সা। অর্থাৎ এক লিটার পেট্রোল নিতে গেলে খরচ করতে হবে আজ ৮৪ টাকা ৫৭  পয়সা। অন্যদিকে দেশের বাণিজ্য নগরী মুম্বাইতে লিটারপ্রতি পেট্রোলের দাম ২৭ পয়সা বেড়ে দাঁড়াল ৯৭ টাকা ৬১ পয়সা এবং লিটারপিছু ডিজেলের দাম ৩৩ পয়সা বেড়ে দাঁড়াল ৮৮ টাকা ৮২ পয়সা। চেন্নাইতে বৃহস্পতিবার পেট্রোল-ডিজেলের দাম বেড়ে দাঁড়াল যথাক্রমে ৯৩ টাকা ১৫ পয়সা ও ৮৬ টাকা ৬৫ পয়সা।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ, কেরল, অসম, তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে সময় পেট্রোল-ডিজেলের মূল্য যে কৃত্রিম ভাবে কমানো হয়েছিল, তার জেরে যে লোকসানের মুখে পড়তে হয়েছিল তেল বিপণনকারী সংস্থাগুলির, তা পূরণ করতে আগামী কয়েকদিন পেট্রোল-ডিজেলের মূল্য আরও বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের। এমনকি আন্তর্জাতিক বাজারে যতদিন না অপরিশোধিত তেলের দাম না কমছে, ততদিন দেশে পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি অব্যহত থাকবে বলেও জানা যাচ্ছে।

উল্লেখ্য, আপনি যদি নিজেই আপনার শহরের পেট্রোল-ডিজেলের দাম জানতে চান তাহলে অনুসরন করুন এই পদ্ধতি-

ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট আনুযায়ী, আরএসপি (RSP) ও নিজের শহরের কোড লিখে ৯২২৪৯৯২২৪৯ এই নম্বরে পাঠাতে হবে। প্রতিটি শহরের কোড আলাদা। এই কোড অবশ্য আপনি ইন্ডিয়ান ওয়েলের (Indian Oil) ওয়েবসাইটেই পেয়ে যাবেন।

The post আকাশচুম্বী পেট্রোল-ডিজেলের মূল্য, জানুন কলকাতা সহ মেট্রো শহরের দাম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3nUyrIS

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages